1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় আরও জোরদার আক্রমণের জন্য তৈরী ইসরায়েল

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়১১ জানুয়ারি ২০০৯

আন্তর্জাতিক অনুরোধ উপরোধে কান দিচ্ছে না ইসরায়েল৷ গাজার ওপর হামলা বাড়ানো হল৷ প্রতিবাদ বিক্ষোভ বিশ্বজুড়ে৷

https://p.dw.com/p/GVrs
ইসরায়েলি সেনারা হামাসের ওপর আক্রমণ আরও তীব্র করতে প্রস্তুতছবি: picture-alliance/ dpa

গভীর রাতে গাজায় হামাসের বিভিন্ন ডেরায় হামলা আরও তীব্রতর করল ইসরায়েল৷ দক্ষিণ গাজার একাধিক জায়গায় একের পর এক বোমার শব্দ শোনা যেতে থাকে পরপর৷

গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এবং সেখানে যুদ্ধবিরতি ঘটিয়ে নিরীহ সাধারণ মানুষের রক্তপাত বন্ধ করতে এখন বিশ্বনেতৃত্ব বিভিন্ন উপায়ে চেষ্টা করে চলেছেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ার শনিবার মিশর হয়ে ইসরায়েলে গেছেন৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে টেলিফোনে গাজার পরিস্থিতিতে চরম অসন্তোষজ্ঞাপন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে বৈঠক করেছেন শনিবার৷ বৈঠকে প্যারিসের মধ্যস্থতায় তৈরী শান্তিচুক্তি মেনে নেওয়ার পক্ষে মত দেন আব্বাস৷

এতসবের পাশাপাশি প্রায় দুই সপ্তাহ পার করা হামাস ইসরায়েল যুদ্ধ কিন্তু একইরকম ছিল শনিবারেও৷ গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে হামাসের রকেট হামলা যেমন থামেনি, একইভাবে গাজার আরও গভীরে বোমাবর্ষণ চালিয়ে গেছে ইসরায়েলি ট্যাঙ্কবাহিনী৷ উল্টে সুর আরও কড়া করে ইসরায়েলের হুমকি, আকাশ এবং স্থলপথে হামাসের ওপর সাঁড়াশি হামলার মাত্রা আরও বাড়ানোর প্রস্তুতি সম্পূর্ণ৷ যেকোন সময় বাড়তে পারে হামলার মাত্রা৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের মুখপাত্র রেগেভ বলছেন, হামাসের অস্ত্রভান্ডার, বাঙ্কার এসব এখনও ধ্বংস করা বাকি৷ ইসরায়েলের বক্তব্য, হামাসের ঘাঁটি কোথায় তা গাজার লোকজন জানেন, রেগেভ বলছেন, আমাদের বিশ্বাস, গাজার মানুষ জানে হামাসকে আমরা কোথায় কোথায় টার্গেট করছি৷ কারণ তাঁরা সেখানেই থাকেন, হামাসের লুকানো বাঙ্কার, অস্ত্রভান্ডার, সবকিছুরই খবর রাখেন স্থানীয় মানুষ৷ আমরা আগে থেকে খবর দিয়ে যে আক্রমণ করছি সেটাকে মানুষ ইতিবাচক হিসাবেই নেবে৷

হামাসের তরফে তাদের শীর্ষ নেতাদের অন্যতম খালেদ মিশাল শনিবার সিরিয়া থেকে জানান, ইসরায়েল সেনা না সরানো পর্যন্ত এবং গাজার সবকটি সীমান্ত না খুলে দেওয়া পর্যন্ত রকেট হামলা থামাবে না হামাস৷

চাপানউতোরের মাঝে শনিবার গাজায় নিহতের সংখ্যা প্রায় সাড়ে আটশোয় পৌঁছে গেছে, জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিহতদের এক তৃতীয়াংশেরও বেশী শিশু, বলছে হামাস৷ বিদ্ধ্বস্ত হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ বা পরিষেবা নেই, প্রতিদিনই বাড়ছে আরও আহত মানুষের চাপ৷ নেই পর্যাপ্ত খাদ্য এবং অন্যান্য কোনরকম জীবনধারণ সামগ্রী৷ জাতিসংঘের ত্রাণ সহায়তা, যা অল্পমাত্রায় গাজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট অপ্রতুল৷

ইউরোপ জুড়ে প্রায় সর্বত্র এবং বিশ্বের বিভিন্ন শহরে গাজায় ইসরায়েলি সেনাহামলা অবিলম্বে বন্ধ করার দাবিতে মিছিল দেখা যায় শনিবার৷ লন্ডন, নরওয়ে সহ বিভিন্ন শহরের রাজধানীগুলিতে ইসরায়েলি দূতাবাসে পৌঁছে দেওয়া হয় প্রতিবাদপত্র৷ লন্ডনে গাজায় যুদ্ধবিরতির দাবীতে আয়োজিত মিছিলে যোগ দেন অনেক নামজাদা সংসদ সদস্য৷ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিবাদকারীদের৷