1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যার বিচার

১৬ সেপ্টেম্বর ২০১২

সাগর-রুনি হত্যার বিচার বাংলাদেশের আদালতে না পেলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা৷ এদিকে, সাংবাদিকদের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷

https://p.dw.com/p/169yE
Protest against Journalist couple murder in Dhaka Journalists on Sunday warned of waging a movement for the resignation of the home minister if the killers of the journalist couple Sagar Sarowar and Meherun Runi are not arrested in 24 hours. Sagar Sarowar worked for DW (Bengali) as editor from 2008 to 2011. He left DW last year. DW correspondent Harun Ur Rashid Swapan shared these photos for online use.
ছবি: Harun Ur Rashid Swapan

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার বিচার ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করছেন সাংবাদিকেরা৷ ওই সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, ‘‘খুনি কে, আমরা তা জানি না৷ তবে সন্দেহ জেগেছে, খুনি সম্ভবত কারওয়ান বাজারে থাকে৷''

সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘এ দেশের আদালতে বিচার না পেলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবেন সাংবাদিকেরা৷''

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘‘আদালতের নির্দেশনা নিয়ে আমরা বক্তব্য রাখব না৷ আমরা বিবেকের তাড়নায় বক্তব্য রাখব৷ সে বক্তব্য কারও বিরুদ্ধে গেলে বুঝতে হবে, কেন বিরুদ্ধে যাচ্ছে৷''

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী আদালতের উদ্দেশে বলেন, ‘‘বিচারিক প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামবেন না৷ এটি হলে দুর্যোগ নেমে আসতে পারে৷''

প্রসঙ্গত, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে গত ৫ সেপ্টেম্বর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা৷ এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা৷ এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নিয়ে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়৷

এদিকে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ রবিবার সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন৷ তিনি বলেন, ‘‘যদিও এ কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে৷ তারপরও আমার মন্ত্রণালয়ের সহযোগিতা থাকবে৷''

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য