1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ নাসির

১৬ জানুয়ারি ২০২৪

দুর্নীতির দায়ে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি৷

https://p.dw.com/p/4bJkL
২০১৭ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যাট করার সময় নাসির হোসেন
২০২৫ সালের এপ্রিলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির হোসেনছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

নাসির তার বিরুদ্ধে আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের তিনটি অভিযোগ মেনে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি৷

নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছিল গত সেপ্টেম্বরে৷ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় বলে জানিয়েছিল আইসিসি৷ নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বাংলাদেশের ৩২ বছর বয়সি অলরাউন্ডারই ছিলেন একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার৷ আজ প্রকাশিত আইসিসির বিজ্ঞপ্তিতে অবশ্য শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে৷

সাজাপ্রাপ্ত নাসির হোসেন দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়৷

আনুষ্ঠানিক শুনানিতে অংশ না নিয়ে সব অভিযোগ মেনে নেয়া নাসির শাস্তির শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি৷

এসিবি/জেডএইচ (দৈনিক প্রথম আলো)

দেখুন ২০১৮ সালের ছবিঘরটি...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান