ক্রিকেটের বিশ্বকাপের সময় নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে বাংলাদেশে
২৮ অক্টোবর ২০১০আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, এক কথায় ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতাটির উদ্বোধন হবে আগামী বছরের ১৭ই ফেব্রুয়ারি, ঢাকায়৷ এছাড়া সেখানে আরও বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে৷
আয়োজনের নিরাপত্তা রক্ষা একটি বিশাল কাজ৷ আগামী বিশ্বকাপের নিরাপত্তার জন্য সরকার তাই আইন-শৃংঙ্খলাবাহিনীর সমন্বয়ে বিশেষ একটি সেল গঠন করেছে৷ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে এ সেলের অন্য সদস্যরা হলেন ডিজিএফআই, এনএসআই ও ব়্যাবের প্রতিনিধি এবং ডিএমপি ও সিএমপির কমিশনারবৃন্দ৷
বিশ্বকাপ ক্রিকেট ২০১১ নিরাপত্তা জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এতো বড় আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে৷ সংশ্লিষ্টদের দেয়া হবে সাহায্য-সহযোগিতা৷
আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে৷ ঢাকার বাইরে চট্টগ্রামেও আসরের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
দুই গ্রুপে মোট ১৪ টি জাতীয় দল নিয়ে এই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের এই আসরে অংশ নেবে৷ ১৯ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটির মাধ্যমে শুরু হবে ৪৯টি ম্যাচের মূল পর্ব৷ দুইটি গ্রুপ আছে অস্টেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, জিম্বাবোয়ে, ক্যানাডা এবং কেনিয়া৷ বি গ্রুপে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস৷
এই ম্যাচগুলোর মধ্যে ভারত একটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমি-ফাইনাল ও ফাইনালসহ মোট ২৯ টি, শ্রীলংকা একটি কোয়ার্টার ফাইনাল, একটিটি সেমি-ফাইনালসহ মোট ১২ টি এবং বাংলাদেশ দুইটি কোয়ার্টার ফাইনাল সহ মোট ৮টি ম্যাচের আয়োজন করবে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক