1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজক্যানাডা

ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত

১ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত হলেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ভ্যাকসিনের দুইটি ডোজই নিয়েছিলেন।

https://p.dw.com/p/46LD5
করোনায় আক্রান্ত হওয়ার পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন ট্রুডো। ছবি: Adrian Wyld/REUTERS

টুইট করে ট্রুডো বলেছেন, ''আমি ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে আমি এই সপ্তাহটা দূরে বসেই কাজ করব। প্রত্যেকে দয়া করে টিকা নিন এবং বুস্টার ডোজ নিন।''

গত বছর ট্রুডো ভ্যাকসিন নিয়েছিলেন। এই বছর জানুয়ারিতে তিনি বুস্টার ডোজও নিয়েছেন।

ট্রুডো যখন এই কথা বলছেন, তখন ক্যানাডায় ভ্যাকসিন নেয়া, মাস্ক পরা, লকডাউন ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন প্রচুর মানুষ।

প্রতিবাদকারীদের বলা হচ্ছে ফ্রিডম কনভয়। তারা ট্রাক দিয়ে পার্লামন্টের আশপাশে রাস্তা বন্ধ করে দিয়েছেন।

ট্রুডো ভাার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ''কিছু বিক্ষোভকারী যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, তা দেখে ক্যানাডার মানুষ রীতিমতো স্তম্ভিত ও বিরক্ত। কিছু বিক্ষোভকারী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রস্রাব করছেন, কয়েকজন অজানা সেনার সমাধিতে নেচেছেন। এটা মেনে নেয়া যায় না।''

চীন ও হংকংয়ের অবস্থা

চীনে বেজিং উইন্টার অলিম্পিকে যে সব অ্যাথলিট ও কর্মী যোগ দেবেন তাদের মধ্যে বেশ কয়েকজনের করোনা হয়েছে। 

আগমী শুক্রবার থেকে গেমস শুরু হওয়ার কথা। বিশ্বজুড়ে তিন হাজার অ্যাথলিট, কোচ, ফেডারেশনের প্রতিনিধি এবং সাংবাদিকের চীন পৌঁছানোর কথা।

হংকংয়ে করোনা বিধি ভাঙার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসপার সুই পদত্যাগ করেছেন। তিনি একটি জন্মদিনের অনুষ্ঠানে গেছিলেন। সেখানে প্রচুর সরকারি কর্মকর্তা ও আইনসভার সদস্য ছিলেন। কয়েকদিন আগেই শহরের কর্তৃপক্ষ করোনার পরিপ্রেক্ষিতে বড় জমায়েত করতে নিষেধ করেছেন। তারপরেও বড় পার্টিতে যোগ দেয়ার পর সুই বলেছেন, ''করোনা-বিরোধী ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমি নেতৃত্ব দিই, আর আমি ওই জমায়েতে যোগ দিয়ে ভালো কোনো উদাহরণ সামনে রাখিনি। তাই আমি পদত্যাগ করছি।''

ভারতের অবস্থা

সোমবার ভারতে দুই লাখ নয় হাজার ৯১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৫৯ জন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। দিল্লিতে দুই হাজার ৭৭৯ জন। কর্ণাটকে ২৪ হাজার এবং তামিলনাড়ুতে ১৯ হাজরের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এক হাজার ৯১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স, পিটিআই)