কৃত্রিম পা পেয়ে নেচে উঠলো যুদ্ধাহত শিশুটি
৯ মে ২০১৯কাবুলে রেড ক্রসের একটি হাসপাতাল থেকে কৃত্রিম পা পেয়েছে পাঁচ বছর বয়সি আহমাদ সায়েদ রহমান৷ পা লাগানোর পর তার আনন্দ নৃত্যের একটি ভিডিও সবার মনোযোগ কেড়েছে৷
‘‘সারাক্ষণই সে নাচছে এবং প্রকাশ করছে কৃত্রিম পা পেয়ে কতটা খুশি সে,’’ সাংবাদিকদের বলেছেন আহমাদের মা রায়িসা৷ ‘‘তার কৃত্রিম পা লাগানোতে আমিও খুব আনন্দিত৷ কারণ, এখন সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে৷’’
গানের তালে তালে আহমাদকে নাচতে দেখা যায় ওই ভিডিওতে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ একটি টুইট থেকে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার৷
মাত্র ৮ মাস বয়সে ভূমিমাইনের আঘাতে আহমাদের পা হারানোর কথা জানান কাবুলে রেডক্রস অর্থোপেডিক সেন্টারের সাইকোথেরাপিস্ট সিমিন সারওয়ারি৷
আহমাদ সম্পর্কে এই চিকিৎসক বলেন, ‘‘সে সব সময় খেলতে চায় এবং সে দ্রুতই তার কৃত্রিম পা-কে মানিয়ে নিতে চাচ্ছে৷ সে ঘরের কোণে আটকে থাকতে চায় না৷’’
আহমাদের মা জানান, তালিবান ও মার্কিন সমর্থিতদের যুদ্ধে ক্রসফায়ারের মধ্যে পড়ে আহমাদ ও তার এক বোন গুরুতর আহত হয়েছিল৷
আফগান যুদ্ধে গত এক দশকেই প্রায় ৩২ হাজার বেসামরিক লোক মারা গেছেন বলে জাতিসংঘের তথ্য৷ এর মধ্যে কেবল ২০১৮ সালেই সেখানে ৯০০ জন শিশুসহ ৩,৮০৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন সাত হাজারের বেশি৷
এমবি/এসিবি (এএফপি)