1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মেসি ম্যাজিক’

১২ ডিসেম্বর ২০১২

এফসি বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা এবার ‘মেসি ম্যাজিক’-এর চাবিকাঠিটি ফাঁস করে দিয়েছেন৷ মাঠে নামলে মেসি আজও নওলকিশোর৷ ইয়ুথ টিমে যেমন খেলতো, পেশাদারি হয়েও ঠিক সেই মনোভাব বজায় রেখেছেন মেসি৷

https://p.dw.com/p/170L5
Barcelona's Argentinian forward Lionel Messi celebrates after scoring during the Spanish league football match Real Betis vs FC Barcelona on December 9, 2012 at the Benito Villamarin stadium in Sevilla. AFP PHOTO/ JORGE GUERRERO (Photo credit should read Jorge Guerrero/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

গত রবিবার বার্সেলোনার তথা আর্জেন্টিনার লিওনেল মেসি এক মরশুমে সর্বাধিক গোল করার রেকর্ডটি ভাঙেন৷ বিগত ৪০ বছর ধরে সেই রেকর্ডের অধিকারী ছিলেন জার্মানির গের্ট ম্যুলার, যাঁকে তাঁর ফ্যানরা আদর করে ‘বম্বার' বলে ডাকতো৷ মেসি তাঁর রেকর্ড ভাঙায় ম্যুলার জার্মান টেলিভিশনে বলেছেন, ‘‘বিশ্বের সেরা খেলোয়াড় আমার রেকর্ড ভেঙেছে, আমি তার হয়ে আনন্দ বোধ করছি৷ ও একটা অবিশ্বাস্য খেলোয়াড়, অসাধারণ৷ ওর একমাত্র ভুল হলো বায়ার্ন মিউনিখের হয়ে না খেলা৷'' এমনকি ম্যুলার এ'ও বলেছেন যে, মেসি এই মরশুমে আরো একটা কি দু'টো বেশি গোল করবে৷ এরপর আগামী চল্লিশ বছর ধরে মেসিরও ঐ রেকর্ড বজায় থাকবে, বলে তিনি আশা প্রকাশ করেন৷

ARCHIV - Der Assistenz-Trainer von Barcelona, Tito Vilanova, sitzt am 14.04.2009 vor dem Spiel FC Bayern München - FC Barcelona auf der Bank. Josep Guardiola hat seine Erfolgs-Ära als Fußball-Trainer beim FC Barcelona beendet und übergibt das Amt an seinen langjährigen Assistenten Tito Vilanova. Foto: Tobias Hase dpa (zu dpa 0404 vom 27.04.2012) +++(c) dpa - Bildfunk+++
এফসি বার্সেলোনার কোচ টিটো ভিলানোভাছবি: picture-alliance/dpa

ওদিকে মেসি যখন বার্সার অ্যাকাডেমিতে ছিলেন, তখন বার্সেলোনার হালের কোচ ভিলানোভা সেই অ্যাকাডেমির প্রশিক্ষক৷ ভিলানোভা বলেছেন, ‘‘সে আমলে ওকে যখন খেলতে দেখতাম, তখন ভালো লাগতো৷ আর আজ এই বয়সে ওকে খেলতে দেখলেও ভালো লাগে৷'' অর্থাৎ পেশাদারি হওয়াটা মেসির খেলার ওপর কোনো ছাপ রাখতে পারেনি৷

খেয়াল করা দরকার, মেসি কিন্তু তাঁর সদ্যার্জিত কিংবা আগামী রেকর্ডগুলির দরুণই মেসি নন৷ ভিলানোভার বক্তব্যটা অনুধাবন করলে বোঝা যায়, ভিলানোভা বলছেন, মেসি তার খেলার ধরণের জন্যই মেসি৷ রেকর্ডগুলো গৌণ৷ অথচ মেসির বয়স এখন মাত্র পঁচিশ৷ বাকি ফুটবলার জীবনে তিনি যে আরো অনেক রেকর্ড ভাঙবেন, সেটা ধরেই নেওয়া যায়৷

লা লিগায় তিনি বার্সার হয়ে ইতিমধ্যেই ১৯২টা গোল করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে একটি চিরকালের রেকর্ড৷ চ্যাম্পিয়ন্স লিগে মেসি গত চার মরশুম ধরে টপ স্কোরার৷ চ্যাম্পিয়ন্স লিগে মেসি এযাবৎ সর্বসাকুল্যে ৫৬টি গোল করেছেন, যার ফলে তিনি রেকর্ডধারী রাউলের পরই দ্বিতীয় স্থানে৷ রাউলের মোট গোলসংখ্যা হল ৭১৷ তবে আর্জেন্টিনার জার্সি গায়ে এ পর্যন্ত সর্বাধিক গোল করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা৷ সেক্ষেত্রে মেসি স্বদেশের জন্য করেছেন ৩১টি গোল৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য