1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিযুক্তরাষ্ট্র

কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোটি ডলার বিনিয়োগ

১৮ জানুয়ারি ২০২৩

রেডিও ও ‘ইন্টারনেট ফ্রিডম টুলস' ব্যবহার করে উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে কিম জং উনের দমনমূলক শাসন সম্পর্কে সত্য তুলে ধরতে চায় ওয়াশিংটন। তাদেরকে "আরো বেশি প্রশ্ন করতে ‘উৎসাহিতও' করা হবে এর মাধ্যমে।

https://p.dw.com/p/4MO6q
যুক্তরাষ্ট্রের আশা এই উদ্যোগের ফলে উত্তর কোরিয়ার মানুষ সরকারের দুঃশাসন নিয়ে বেশি প্রশ্ন উত্থাপন করতে সক্ষম হবে।
যুক্তরাষ্ট্রের আশা এই উদ্যোগের ফলে উত্তর কোরিয়ার মানুষ সরকারের দুঃশাসন নিয়ে বেশি প্রশ্ন উত্থাপন করতে সক্ষম হবে।ছবি: KCNA/KNS/AFP

বহির্বিশ্বের তথ্য উত্তর কোরিয়ায় ছড়িয়ে দিতে এবং উত্তর কোরীয়দের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ভাবমূর্তি উন্নত করার আশায় যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরে ৫০ মিলিয়ন ডলার (৪৬ মিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে।

বার্ষিক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজের আওতায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গত ডিসেম্বরের শেষে অটো ওয়ার্মবিয়ার বিল স্বাক্ষর করেছেন। উত্তর কোরিয়ায় সেন্সরশিপ ও নাগরিকদের উপর নজরদারির বিরুদ্ধে এই আইনটি পরিকল্পনা করা হয়েছে।

নাশকতার অভিযোগে মার্কিন ছাত্র অটো ওয়ার্মবিয়ারকে ২০১৬ সালে পিয়ংইয়ংয়ে আটক করা হয়। পরবর্তীতে, পোস্টার চুরির অভিযোগে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১৭ সালে মুক্তি দেয়া হলেও ২২ বছর বয়সি ওয়ার্মবিয়ার ছয় দিন পর হাসপাতালে মারা যান। তার নামেই এই বিল করা হয়েছে।

এই আইনের অধীনে, বিশ্বজুড়ে তথ্য সম্প্রচার এবং প্রচারের জন্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াতে অর্থ প্রদান করা হবে।

"এমন উদ্যোগ আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র এখন যা কাজ করতে বেশি ইচ্ছুক সেগুলো অন্য দেশগুলো কিছুদিন ধরেই করছে,” ডয়চে ভেলেকে এমনটাই জানিয়েছেন ট্রয় ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড্যান পিঙ্কস্টন।

বেশি বেশি প্রশ্ন করতে উৎসাহ

এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের আশা, উত্তর কোরিয়ার মানুষ সরকারের দুঃশাসন নিয়ে বেশি প্রশ্ন উত্থাপন করতে সক্ষম হবে।

পিঙ্কস্টন বলেন, ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে খেলছে, যা তার নিজস্ব ভূ-রাজনৈতিক লক্ষ্যকে এগিয়ে নেয়ার প্রচারণায় বিশেষভাবে কার্যকর।

মার্কিন এই উদ্যোগ উত্তর কোরিয়ায় অতিরিক্ত রেডিও প্রোগ্রামিংয়ের পাশাপাশি "ইন্টারনেট ফ্রিডম টুলস" বিকাশের দিকে মনোনিবেশ করবে। ফলে, ব্যবহারকারীরা উত্তর কোরিয়ার সরকার কর্তৃক আরোপিত ডিজিটাল প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম হবে। এই সুবিধা বিনামূল্যে দেয়া হবে।

"রেডিও তুলনামূলকভাবে সহজ হওয়া উচিত তবে, ইন্টারনেট অ্যাক্সেস চ্যালেঞ্জ হবে," মনে করেন পিঙ্কস্টন।

উত্তর কোরিয়ার নাগরিক ইউজিন কিম খাদ্য সংকটের কারণে উত্তর হামগয়ং প্রদেশ থেকে তার মা এবং বোনের সাথে পালিয়েছিলেন। এই উদ্যোগের ফলে উত্তর কোরিয়ায় আরও তথ্য সহজলভ্য হবে আর শাসকগোষ্ঠীর সমালোচনা উৎসাহিত করবে, তবে সেটা বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন তিনি।

বিশ্লেষক ও দেশত্যাগীরা সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ং বিদেশি রেডিও সম্প্রচার শুনে বা চোরাচালানের মাধ্যমে আনা চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠান দেখে এমন কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

২০২১ সালের ছবিঘর

জুলিয়ান রিয়াল/একেএ