1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে তিন বছরে পুলিশের জন্য খরচ দুই হাজার ১৮৪ কোটি

১৫ ডিসেম্বর ২০২২

কাশ্মীরের সুরক্ষার জন্য জম্মু ও কাশ্মীরের পুলিশের পিছনে তিন বছরে দুই হাজার ১৮৪ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র।

https://p.dw.com/p/4KxIl
Indien |  Mord an Rajini Bala: Soldaten in Srinagar
ছবি: Mukhtar Khan/AP/picture alliance

রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন রাজমণি প্যাটেল। জম্মু ও কাশ্মীরেরসুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কত  টাকা খরচ করেছে? তারই জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, জম্মু ও কাশ্মীরে অনেকগুলি কেন্দ্রীয় এজেন্সি সুরক্ষা দেয়ার কাজ করছে। সকলের আলাদা আলাদা খরচের তালিকা তাদের কাছে নেই। তবে জম্মু ও কাশ্মীরের পুলিশের জন্য তিন বছরে দুই হাজার ১৮৪ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাই জানিয়েছেন, ২০১৯-২০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক হাজার ২৬৭ কোটি টাকা খরচ করে। ২০২০-২১ সালে ৬১১ কোটি টাকা খরচ করা হয়। ২০২১-২২ সালে আবার খবচ বেড়ে হয় ৯৩৬ কোটি টাকা।

প্রশ্ন ছিল, এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরেও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ কি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে? কাশ্মীরে কি পণ্ডিতদের হত্যা বন্ধ হয়েছে? রাইয়ের জবাব, সরকার জম্মু ও কাশ্মীরে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে। পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ২০১৮ সালে ৪১৭টি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে ২২৯-এ। গত তিন বছরে নয়জন কাশ্মীরি পণ্ডিতকে মারা হয়েছে। তার মধ্যে একজন কাশ্মীরের রাজপুত সম্প্রদায়ের মানুষ। 

কাশ্মীরের এক মুসলিম এক হিন্দু মন্দির টিকিয়ে রেখেছেন

সরকারের দাবি, জম্মু ও কাশ্মীরে বেসামরিক মানুষের জীবনরক্ষায় অনেকগুলি পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ২৪ ঘণ্টা ধরে নাকা বা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কর্ডন ও সার্চ অপারেশন জোরদার করা হয়েছে। যারা সন্ত্রাসবাদীদের সাহাষ্য করছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্তা নেয়া হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই)