1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাল বার্লিনে শুরু হচ্ছে ষষ্ঠ প্রমীলা বিশ্বকাপ

২৫ জুন ২০১১

আর মাত্র একদিন৷ এরপর আগামীকাল রোববার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে পর্দা উঠবে ষষ্ঠ প্রমীলা বিশ্বকাপের৷ প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হচ্ছে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্যানাডা৷

https://p.dw.com/p/11jOu
বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান স্টেফি জোন্স বিশ্বকাপের লোগো দেখাচ্ছেনছবি: AP

রোববার গ্রুপ এ-র আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ফ্রান্স ও নাইজিরিয়া খেলবে সেই ম্যাচটিতে৷ তবে সকলের নজর থাকবে প্রথম ম্যাচটির ওপর৷ ফেভারিট জার্মানি কেবল স্বাগতিক নয়, গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন হিসেবে নামবে ক্যানাডার বিপক্ষে৷ দলের কোচ সিলভিয়া নাইড বললেন, ‘‘আমরা এবারও চ্যাম্পিয়ন হতে চাই৷ এটা কঠিন হবে, তবে আমি প্রতিশ্রুতি দিতে পারি আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো৷'' দলের অন্যতম ভরসা জার্মান দলের বহুদিনের সঙ্গী বির্গিট প্রিন্স৷ অধিনায়কের আর্মব্যান্ড পরছেন অনেক দিন ধরে এই ৩৩ বছর বয়সী প্রমীলা ফুটবলার৷ আগামীকালের ম্যাচটি হবে তার ২১৩ তম আন্তর্জাতিক ম্যাচ৷ এখন পর্যন্ত গোল করেছেন ১২৮টি এবং চার বছর আগে শাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ট্রফিটিও তুলেছেন প্রথম৷ ক্যানাডার আগে নামার আগে অবশ্য তার মনে পড়বে ১৯৯৪ সালের কথা৷ কারণ সেই বছর আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের সময় বিপক্ষ দল ছিল এই ক্যানাডাই৷ তবে বির্গিট প্রিন্স এর কথা, ‘‘আমি চাই না এটাই আমার শেষ ম্যাচ হোক৷ আমি এই আসরে আমার সেরাটা দিতে চাই এবং দেখতে চাই তার ফলাফল কী আসে৷'' দেখা যাক দলকে কী দিতে পারেন তিনবারের বিশ্বসেরা প্রমীলা এই ফুটবলার৷

Der offizielle WM-Ball Speedcell mit Logo
বিশ্বকাপের বলছবি: picture-alliance/dpa

এদিকে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্যানাডাও এত সহজে ছেড়ে দেবে না৷ যদিও দুই বছর আগে এই জার্মানির কাছে ৫-০ তে হেরেছিল তারা৷ কিন্তু সর্বশেষ কনকাকাফ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কোচ ক্যারোলিন মোরেস এর দল৷ দলের এই সাফল্যের অন্যতম কারিগর গোলপোস্টের নিচে দাঁড়ানো কারিনা লেব্লাঙ্ক৷ তাঁর বিশ্বস্ত দুটি হাত এখন পর্যন্ত ক্যানাডাকে ভরসা জোগাচ্ছে৷ কারিনা জানান, কোচ হিসেবে ক্যারোলিন মোরেসের যোগদানের পর ক্যানাডার খেলার উন্নতি হয়েছে৷ আর জার্মানি স্বাগতিক দল হিসেবে একটা বাড়তি চাপের মধ্যে থাকবে৷ এই সুযোগটাই নিতে চায় ক্যানাডা৷

এদিকে বার্লিনের এই ম্যাচে দর্শক সমাগম নিয়ে আশায় রয়েছেন আয়োজকরা৷ মনে করা হচ্ছে ৭৩ হাজার আসন বিশিষ্ট বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের সবগুলো আসনই পূর্ণ থাকবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক