1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারামুক্ত হলেন সৌদি রাজকন্যা

Sanjiv Burman৯ জানুয়ারি ২০২২

তিন বছর কারাবন্দী থাকার পর মুক্তি পেলেন সৌদি আরবের রাজকন্যা বাসমাহ বিনত সৌদ৷ শনিবার তার কারামুক্তির খবর জানিয়েছেন আইনজীবী হেনরি এস্ট্রামান্ট৷

https://p.dw.com/p/45JnQ
Washington Saudische Prinzessin Basmah Bint Saud
ছবি: Mandel Ngan/AFP/Getty Images

রাজকন্যা বাসমাহ নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন৷

২০১৯ সালের মার্চ থেকে ৫৭ বছর বয়সী সৌদি রাজকন্যা বাসমাহ ও তার প্রাপ্তবয়স্ক কন্যা সুহুদ আল শরীফের হদিস পাওয়া যাচ্ছিল না৷

সে বছর ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাবার কথা ছিল৷

তখন তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ আনা হয় বলে তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বরাতে জানা গিয়েছিল৷

শনিবার তার মুক্তির খবর জানিয়ে আইনজীবী হেনরি এস্ট্রামান্ট বলেন, ‘‘রাজকন্যা ভালো আছেন, তবে তাকে ডাক্তার দেখানো দরকার৷ তাকে কিছুটা বিধ্বস্ত মনে হচ্ছিল৷ তবে ছেলেদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভালো দেখাচ্ছিল৷''

সৌদি সরকার কখনো রাজকন্যা বাসমাহর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি৷ ২০২০ সালে সামাজিক মাধ্যমে বাসমাহ জানিয়েছিলেন, তাকে রিয়াদে আটকে রাখা হয়েছে এবং তিনি অসুস্থ৷

সৌদি আরবের বাদশাহ সৌদ বিন আবদুলাজিজ আল সৌদের কনিষ্ঠ সন্তান বাসমাহ৷ বাদশাহ সৌদ সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলাজিজ আল সৌদের দ্বিতীয় সন্তান৷ বাদশাহ আবদুলাজিজের মৃত্যুর পর ১৯৫৩ সালে সৌদ বাদশাহ হন এবং ১৯৬৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ তিনি তার ভাই বাদশাহ ফয়সালের কাছে ক্ষমতা হারান৷

জেডএ/আরআর (এএফপি, রয়টার্স)