1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলের হোটেলে তালেবানের হানা, নিহত ২১

২৯ জুন ২০১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২১ ব্যক্তি৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিরা কয়েকঘণ্টা লড়াই করে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/11l6g
This video image shows an Afghan security officer directing vehicles near the Inter-Continental hotel in Kabul Tuesday June 28, 2011 following a blast at the hotel. At least one suicide bomber blew himself up late Tuesday night inside a Western-style hotel in Kabul, police said. There was no immediate word on casualties in the rare, nighttime attack in the Afghan capital. Streets leading to the Inter-Continental hotel were blocked. Taliban spokesman Zabiullah Mujahid claimed responsibility for the attack in a telephone call to The Associated Press. (Foto:APTN/AP/dapd)
ছবি: ap/dapd

কাবুলের সর্বশেষ পরিস্থিতি

কাবুলে একটি বিলাসবহুল হোটেলে মঙ্গলবার রাতে হামলা চালায় জঙ্গিরা৷ তারা নির্বিচারে গুলি চালায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়৷ কাবুল পুলিশের অপরাধ বিভাগের প্রধান মোহাম্মদ জহির বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘‘ছয় আত্মঘাতী জঙ্গি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালায়৷ এতে হোটেল কর্মীসহ কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছে''৷ আত্মঘাতী হামলাকারীদের মধ্যে তিনজন শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায়৷ হোটেলটিতে কয়েকঘণ্টা ধরে তাণ্ডব চালাচ্ছিল জঙ্গিরা৷ সে সময় ন্যাটো'র সেনারা দুটি হেলিকপ্টার থেকে গুলি করে বাকি তিন জঙ্গিকে হত্যা করেছে৷ তারা হোটেলটির ছাদে অবস্থান করছিল৷ কাবুলের পুলিশ প্রধানের বরাতে সর্বশেষ যে খবর, তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলে প্রবেশ করেছে এবং সব অতিথি নিরাপদ আছে৷ তবে হোটেলটি থেকে এখনো ধোঁয়া বেরুচ্ছে৷

Afghan police officers stop vehicles entering the road leading to the Inter-Continental hotel, which is under attack in Kabul, Afghanistan, Tuesday, June 28, 2011. Four suicide bombers and at least two gunmen attacked a Western-style hotel in Kabul late Tuesday night and police who rushed to the scene fought the assailants with machine guns and rocket-propelled grenades, Afghan officials said. Afghan Interior Ministry spokesman Sediq Sediqqi said all the bombers either blew themselves up or were killed while two gunmen continued to fire from the roof. (Foto:Gemunu Amarasinghe/AP/dapd)
হোটেলমুখী গাড়ি আটকে দিচ্ছে নিরাপত্তা বাহিনীছবি: ap/dapd

এই বিষয়ে সংবাদসংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্যে মৃতের সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে৷ হতাহতের মধ্যে কোন বিদেশি নাগরিক রয়েছেন কিনা তাও জানা যায়নি৷ তবে, তালেবান ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে৷

যেভাবে হামলা

প্রত্যক্ষদর্শীদের বরাতে একাধিক সংবাদসংস্থা জানিয়েছে, হোটেলটিতে যখন তালেবান হামলা চালায়, তখন অধিকাংশ অতিথি নৈশভোজে ব্যস্ত ছিলেন৷ তবে, ঠিক কিভাবে হামলা চালানো হয় তা এখনো বিস্তারিত জানা যায়নি৷ হোটেলের এক অতিথি বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, বন্দুকধারীর হাত থেকে বাঁচতে তিনি প্রথম তলা থেকে লাফ দেন৷ এরপর পরিবারসহ অন্যত্র সরে যান৷ তখন গুলি চলছিল এবং হোটেলের রেস্টুরেন্ট অতিথিতে পূর্ণ ছিল৷ এছাড়া, বিবিসির কাবুল প্রতিনিধি জানিয়েছেন, হোটেলটি থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷

হামলার লক্ষ্য

ইন্টারকন্টিনেন্টালে প্রাদেশিক সরকারের প্রতিনিধিদের একটি বৈঠক চলছিল৷ নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সম্ভবত সেটাই ছিল হামলাকারীদের লক্ষ্য৷ কেননা, তখন হোটেলটিতে বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন৷ এছাড়া আজ মানে বুধবার, ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর একটি বৈঠকেরও কথা রয়েছে হোটেলটিতে৷

উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে কাবুলের সেরেনা হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ সেই হানায় যুক্তরাষ্ট্র, নরওয়ে ও ফিলিপিনের তিন নাগরিকসহ আট ব্যক্তি প্রাণ হারায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য