1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

১৬ মে ২০১২

বছর ঘুরে আবারো পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের৷ অস্কারের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয় এই মিলনমেলাকে৷ এ বছরের ২২টি ছবি লড়াই করবে ‘পাম দর' বা ‘গোল্ডেন পাম' খেতাবের জন্য৷

https://p.dw.com/p/14wOQ
ছবি: picture-alliance/dpa

কান হচ্ছে ফ্রান্সের ছোট্ট একটি শহর৷ চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে এই শহর এখন লোকে লোকারণ্য৷ হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা থাকছেন উৎসবে৷ তাঁদের একনজর দেখতে রয়েছে ভক্তদের ভিড়৷ আরো আছেন প্রায় সাড়ে চার হাজার সাংবাদিক৷ সব মিলিয়ে পুরো কানই এখন এক উৎসবের নগরী৷

চলতি বছর এই উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছেন মেরিলিন মনরো৷ উৎসবের প্রবেশপথেই রয়েছে তাঁর বিশাল এক পোস্টার৷ ঠিক পঞ্চাশ বছর আগে মারা যান মনরো৷ মৃত্যুর পর এত বছর পার হলেও এখনো মানুষের মনে রয়েছেন তিনি৷ কান উৎসব তাই তাঁকে বিশেষভাবে সম্মানিত করছে এবার৷ উৎসব ভেন্যুর বিভিন্ন স্থানে ঝুলছে মনরো'র বিভিন্ন পোস্টার৷

Bildergalerie Filmfestival Cannes 2012 Kino am Strand
কান শহরের সমুদ্রতটেও চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করা হয়ছবি: AFFIF

৬৫-তম কান চলচ্চিত্র উৎসবের শুরুতেই প্রদর্শন করা হচ্ছে ‘মুনরাইজ কিংডম' ছবিটি দিয়ে৷ মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে৷ এবছর উৎসবের মূল খেতাব ‘পাম দর' জয়ের দৌঁড়ে রয়েছে মুনরাইজ কিংডম৷ বলাবাহুল্য, এই খেতাব জয়ের তালিকায় থাকা ছবিগুলোর সবকটির নির্মাতা হচ্ছেন পুরুষ৷ এই নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক৷ নারী চলচ্চিত্র পরিচালকরা বিষয়টির প্রতিবাদ করেছেন৷ তবে উৎসবের পরিচালক থয়েরি ফ্রেমাক্স বলেছেন, শুধুমাত্র নারী পরিচালিত বলেই কোন ছবি এই প্রতিযোগিতায় জায়গা পাবে না, যদি না সেটি প্রতিযোগিতায় থাকার যোগ্যতা অর্জন করে৷

উল্লেখ্য, গত শতকের ত্রিশের দশকের শেষ দিকে যাত্রা শুরু করে কান চলচ্চিত্র উৎসব৷ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিরতি ঘটে৷ ১৯৪৭ সালে ষোলটি দেশের চলচ্চিত্র এই উৎসবে জায়গা পায়৷ বর্তমানে কান'এর পরিধি অনেক বড়৷ চলতি উৎসবে প্রদর্শন করা হবে আশিটির বেশি ছবি৷ আর অ্যাঞ্জেলিনা জোলি থেকে ঐশ্বরিয়া পর্যন্ত -- বিশ্বের সব নামী তারকারাই হাঁটবেন লাল গালিচায়৷ উৎসব চলবে ২৭শে মে পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য