1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১৪ অক্টোবর ২০২০

এ বার করোনায় আক্রান্ত হলেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। 

https://p.dw.com/p/3juAw
ছবি: picture-alliance/D. Shamkin

রোনাল্ডো-ভক্তদের জন্য দুঃসংবাদ। ৩৫ বছরের এই ফুটবলারকে আপাতত বেশ কিছু দিন মাঠে দেখা যাবে না। পর্তুগালের ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

রোববারেও ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ০-০ ড্র হয়েছিল সেই ম্যাচ। বুধবার তাঁর খেলার কথা ছিল সুইডেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, এর পর জুভেন্তাস ক্লাবের হয়ে তাঁর একাধিক টুর্নামেন্টে নামার কথা ছিল। বিশেষজ্ঞদের ধারণা, করোনার কারণে চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবেন না এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার।

পর্তুগালের ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে, রোনাল্ডোর করোনার কোনো সিম্পটম বা লক্ষ্যণ নেই। সামান্য জ্বরও আসেনি তাঁর। স্বাভাবিক নিয়মেই তাঁর করোনা টেস্ট হয়েছিল এবং তাতে পজিটিভ ধরা পড়ে। তাঁর পরীক্ষার রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়। শুধু তাই নয়, নতুন করে পুরো পর্তুগাল দলেরই করোনা টেস্ট হবে বলে জানানো হয়েছে। কারণ রোববারেই দলের সঙ্গে মাঠে নেমেছিলেন রোনাল্ডো।

চিকিৎসকরা বলছেন, সিম্পটম না থাকলেও অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে ফুটবলারকে। মাঠে নামার মতো পরিস্থিতি আসতে এখনও অনেক দিন। সিম্পটম না থাকলেও রোনাল্ডো যদি করোনাতকে অবহেলা করেন, তা হলে ভবিষ্যতে তাঁর অন্য সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, করোনার কারণে একটু হলেও দুর্বল হবেন ফুটবলার। সেই দুর্বলতা না কাটা পর্যন্ত তাঁকে মাঠে নামতে দেয়া যাবে না।

গোটা ইউরোপেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। নতুন করে ইউরোপের বিভিন্ন দেশ লকডাউন শুরু করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিতে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রীড়া জগতে নতুন করে সমস্যা হতে পারে বলেও অনেকে মনে করছেন। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেশ কিছুদিন। কিন্তু যে ভাবে বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াররা অসুস্থ হতে শুরু করেছেন, তাতে আপাতত এভাবেও খেলা চালানো সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যথেষ্ট ব্যবস্থা না নিলে করোনার দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের থেকেও মারাত্মক হতে পারে।

এসজি/জিএইচ (রয়টার্স)