1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার বিরুদ্ধে সারা বিশ্বকে এক হওয়ার আহ্বান

৩ ফেব্রুয়ারি ২০২১

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ছয় বিশ্বনেতা করোনা মহামারির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন৷ এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই মহামারি সাম্প্রতিক অনেক অগ্রগতিকে সংকটে ফেলছে৷

https://p.dw.com/p/3oot5
Belgien Brüssel EU Gipfel | Charles Michel, Angela Merkel, Emmanuel Macron und Ursula von der Leyen
ছবি: Francois Walschaerts/AP Photo/picture alliance

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেলের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতি বিশ্বের বেশ কয়েকটি দেশে বেশ কয়েকটি ভাষায় প্রকাশ করা হয়েছে৷ বিবৃতিতে তারা বলেন, করোনা সংকটকে জয় করতে চাই বহুপাক্ষিক সহযোগিতার সম্পর্ক, এ সংকট কারো একার পক্ষে জয় করা সম্ভব নয়৷ তাদের মতে, সবার সামনে ‘সুদক্ষ সহযোগিতা, সংহতি এবং সমন্বয়ের মাধ্যমে বহুপাক্ষিকতা এবং আইনের শাসনের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত' নতুন করে গড়ে তোলার অবারিত সুযোগও এনে দিয়েছে কোভিড-১৯৷

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দুটি সংকট হিসেবে করোনার প্রাদূর্ভাব এবং জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে বিশ্বনেতারা আরো বলেন, অনেক ক্ষেত্রে দুর্যোগের ক্ষতি সামলানোর সামর্থ্য নিয়ে সন্দিহান করেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যকে কঠিনও করেছে চলমান সংকট৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল মনে করেন, করোনা সংকট এক বিশাল সত্যকে সামনে নিয়ে এসেছে, ‘‘এটি আমাদের অনিবার্য এক সত্যের কথা মনে করিয়ে দিয়েছে আর তা হলো, মহামারির মুখোমুখি হলে আমাদের নিরাপত্তা বলয় সবচেয়ে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার মতোই শক্তিশালী৷ কোভিড-১৯ সব জায়গার জনগণ এবং অর্থনীতির জন্যই হুমকি৷’’

এ হুমকি মোকাবেলার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তারা৷

ধারভি ভ্যায়েদ/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান