ইন্দোনেশিয়ান শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
১১ জুন ২০২১এখন পর্যন্ত ৭,২০০ জন ইন্দোনেশিয়ানকে ফেরত পাঠানোর চিন্তা করছে মালয়েশিয়া কর্তৃপক্ষ৷ ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ফেমি একা কার্তিকা পুত্রি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিভিন্ন ক্যাম্পে থাকা নারী ও শিশুদের আগে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রাধিকার দেয়া হবে৷
ইন্দোনেশিয়া ছাড়াও মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের কয়েক লাখ অনিবন্ধিত শ্রমিক মালয়েশিয়ায় কৃষি, নির্মাণ ও শিল্পকারখানায় কাজ করেন৷
কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে অনিবন্ধিত অভিবাসীদের ব্যাপারে কঠোর হয়েছে কর্তৃপক্ষ৷ বিভিন্ন দেশের হাজার হাজার শ্রমিককে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলোর মধ্যে মাথাপিছু আক্রান্তের হার মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি৷
জুনের ১৪ তারিখ পর্যন্ত দেশব্যাপী লকডাউন আরো দুই সপ্তাহ বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত নেয়া হয়েছে৷ এর মধ্যেই অনিবন্ধিত শ্রমিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে তাদের ফেরত পাঠানোর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷
বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট কেয়ারের প্রতিষ্ঠাতা ওয়াহিয়ু সুসিলো রয়টার্সকে জানিয়েছেন, অনিবন্ধিত শ্রমিকদের আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তাদের সামাজিক সহায়তা এবং অন্যান্য সেবার ব্যাপারে কোনো ব্যবস্থাই রাখা হয়নি৷ তিনি বলেন, ‘‘এমনকি তাদের দেশে ফেরত পাঠানোর পর পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেয়া হবে, সে ব্যাপারেও কেউ কিছুই জানে না৷’’
এডিকে/এসিবি (রয়টার্স, ডিপিএ)