1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারনে আপত্তি বুশের

১২ এপ্রিল ২০০৫

বিতর্কিত ওয়েস্ট ব্যাঙ্ক ভূখন্ডে ইহুদি বসবাসকারীদের থেকে যাওয়ার বিষয়ে আপত্তি জানালেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী আহমদ কুরেই৷ একই বিষয়ে নিজের আপত্তির কথা সরাসরি ইজরায়েলি প্রধানমন্ত্রী আরিয়েল শারোণকেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷

https://p.dw.com/p/DPwr
ছবি: AP

ওয়েস্ট ব্যাঙ্ক ভূখন্ডে ইহুদিদের বসতি সম্প্রসারণ করলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশে গৃহীত আন্তর্জাতিক শান্তির রোডম্যাপের ওপর তা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে৷ মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ইজরায়েলি প্রধানমন্ত্রী আরিয়েল শারোণকে এবিষয়ে সতর্ক করে দিয়েছেন বুশ৷ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে গতকাল বুশের টেক্সাসের খামারবাড়িতে এক বৈঠকে মিলিত হন শারোণ৷ বৈঠকে যুক্তরাষ্ট্র সফররত শারোণকে গাজা ভূখন্ড থেকে ইহুদি বসবাসকারীদের সরিয়ে নেবার বিষয়ে তাঁর সিদ্ধান্তের প্রশংসা করেন বুশ৷ প্রসঙ্গত, গাজার ইহুদি বাসিন্দাদের চলতি গ্রীষ্মের মধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে গাজা ভূখন্ডকে ইহুদিমুক্ত করার যে উদ্যোগ শারোণ নিয়েছেন, গাজার বাসিন্দারা তো বটেই এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা পরিলক্ষিত হয়েছিল ইজরায়েলি সংসদে শারোণের নিজের দল লিকুডের তরফ থেকেও৷ তারপরেও নিজের সিদ্ধান্তে অটল থেকে এ বিষয়ে ইজরায়েল সংসদের অনুমোদন আদায় করে নেন শারোণ৷ কিন্তু গাজা থেকে ইহুদি বসবাসকারীদের সরিয়ে এনে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখন্ডে তাদের পুনর্বাসনের যে উদ্যোগ শারোণ নিতে চাইছেন, সে বিষয়ে নিজের আপত্তির কথা গতকাল মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ স্পষ্ট করে দেবার পর একই বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে দিয়েছে প্যালেস্টাইনও৷ মধ্যপ্রাচ্যে শান্তিস্থাপনে শারোণের এই সিদ্ধান্ত নতুন করে বাধার সৃষ্টি করবে বলে মনে করছেন ফিলিস্তিনী প্রধানমন্ত্রী আহমদ কুরেই৷

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়