1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলা, মৃত নয়

৪ জুলাই ২০২৩

ওয়েস্ট ব্যাংকের শহর জেনিনে ইসরায়েলি সেনার হামলা। মৃত নয়। আহত ৫০। ইসরায়েলের দাবি, সন্ত্রাসীদের অস্ত্রভান্ডার ধ্বংস করার জন্য এই হামলা।

https://p.dw.com/p/4TNS5
জেনিনে ইসরায়েলি সেনার হামলার পর মানুষ পালাচ্ছে।
জেনিনে ইসরায়েলি সেনার হামলার পর মানুষ পালাচ্ছে। ছবি: Jaafar Ashtiyeh/AFP/Getty Images

ইসরায়েলি সেনা জানিয়েছে, এটা ছিল তাদের সন্ত্রাসবিরোধী অভিযান। তারা প্রাথমিকভাবে ফিলিস্তিনি রিফিউজি শিবিরে সন্ত্রাসীদের অস্ত্র তৈরির কারখানা ও গুদাম আক্রমণ করে। শিবিরে তল্লাশি চালানো হয়। সেনার দাবি, এখানে ল্যাবরেটারিতে বিস্ফোরক তৈরি করা হতো। সেই সঙ্গে রকেট লঞ্চারের অংশও তৈরি হতো।

সেনার মুখপাত্র জানিয়েছেন, দুই হাজার ইসরায়েলি সেনা হামলায় অংশ নিয়েছে। সেই সঙ্গে সামরিক ড্রোনও ব্যবহার করা হয়েছে। প্রথমে শিবিরে আটজন জঙ্গি মারা গিয়েছে বলে তাদের দাবি। পরে ইসরায়েলি সেনার গুলিতে একজনের মৃত্যু হয়েছে। একজন ইসরায়েলি সেনা সামান্য আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, শিবিরের চারপাশের রাস্তা সেনা বন্ধ করে দেয়। আশপাশের সব বাড়ির ছাদে সেনা জওয়ানরা পজিশন নেয়।

জেনিনের রাস্তায় ইসরায়েলের সামরিক যান।
জেনিনের রাস্তায় ইসরায়েলের সামরিক যান। ছবি: Ronaldo Schemidt/AFP/Getty Images

ইসরায়েলের সেনার রেডিওতে সিকিউরিটি ক্যাবিনেটের সদস্য শক্তিমন্ত্রী বলেছেন, ''একদিনে এই অপারেশন শেষ হয় না। সেনা ওখানে আরো কয়েকদিন থাকতে পারে।''

মার্কিন প্রতিক্রিয়া

অ্যামেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অপারেশনের ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকা দরকার। সাধারণ মানুষের কোনো ক্ষতি যাতে না হয়, সেটা নিশ্চিত করা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজের দেশের মানুষকে হামাস, ফিলিস্তিন ইসলামিক ফোর্স ও অন্য জঙ্গি সংগঠনের হাত থেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে।

জেনিনে সশস্ত্র ফিলিস্তিনি।
জেনিনে সশস্ত্র ফিলিস্তিনি। ছবি: Jaafar Ashtiyeh/AFP/Getty Images

ইইউ, জাপান, অ্যামেরিকা এবং অন্য কয়েকটি দেশ হামাস ও ফিলিস্তিন ইসলামিক জেহাদকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে জেনিনের রিফিউজি শিবিরকে ঘিরে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিন সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত মাসে ইসরায়েলি সেনার ড্রোন হামলায় তিনজন বন্দুকধারীর মৃত্যু হয়েছে। 

জাতিসংঘের হিসাব, চলতি বছরে ১৪৭ জন ফিলিস্তিনি ও ২৩ জন ইসরায়েলি মারা গেছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)