1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ানডে অধিনায়কও হলেন সাকিব

১১ আগস্ট ২০২৩

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের কাছে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন।

https://p.dw.com/p/4V34H
(ফাইল ছবি)
(ফাইল ছবি)ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

এক সপ্তাহ আগে তামিম ইকবাল হঠাৎ বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেয়ার পর ধারণা করা হচ্ছিল সাকিব আল হাসান-ই পেতে পারেন সেই দায়িত্ব।

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও উঠে আসছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত সাকিবের অভিজ্ঞ হাতেই দায়িত্ব তুলে দিলো বিসিবি। 

সাকিবকে অধিনায়ক নির্বাচনের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘সামনে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দই হচ্ছে সাকিব। সাকিব না খেললে অধিনায়ক হবে সহ-অধিনায়ক লিটন।''

তবে তিন সংস্করণেই সাকিব অধিনায়ক থাকবেন কি না বা বিশ্বকাপের পরেও তাকে ওয়ানডের দায়িত্বে রাখা হবে কিনা এ প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি৷ তা সাকিবের সঙ্গে আরো আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানান বিসিবি সভাপতি।

টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই আছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ ও বিশ্বকাপে ওয়ানডে দলেরও দায়িত্ব পাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশের তিন ফর্ম্যাটেরই অধিনাকয় ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার৷

এসএইচ/এসিবি ( দ্য ডেইলি স্টার)