1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা-ম্যাককেইন লড়াই গতি পাচ্ছে

হাফসা হোসাইন ২৪ অক্টোবর ২০০৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই লড়াই বাড়ছে দুই প্রার্থীর মধ্যে৷ তবে প্রচারণার গুরুত্বপূর্ণ এই সময়েও এতে বিরতি দিয়ে অসুস্থ নানিকে দেখতে হাওয়াই যান ডেমোক্র্যাট বারাক ওবামা৷

https://p.dw.com/p/FgM6
শিল্পীর তুলিতে ম্যাককেইন-ওবামাছবি: AP

প্রচারণার মাঠে ওবামার অনুপস্থিতিতে নিজের অবস্থান আবারো চাঙ্গা করতে ব্যস্ত রিপাবলিকান জন ম্যাককেইন৷

৪ নভেম্বর প্রিয় নাতির জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের দিনটি পর্যন্ত পৃথিবীতে না-ও থাকতে পারেন ৮৫ বছর বয়সী ম্যাডেলিন ডানহ্যাম৷ তাই গুরুতর অসুস্থ নানিকে দেখতে শুক্রবার হাওয়াই ছুটে যান ওবামা৷ অবশ্য তাঁর অনুপস্থিতিতে দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন স্ত্রী মিশেল ওবামা৷ ওহাইওতে সমাবেশ করেন তিনি৷ শনিবারই আবারো নির্বাচনী মাঠে ফিরেছেন বারাক ওবামা৷

সাধারণ জনগণের বিপুল সমর্থনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমর্থনের পর বাতাসটা যেনো ওবামার দিকেই আরো জোরে বইছে৷ কদিন আগে বুশ প্রশাসনের সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের পর আরো দুই রিপাবলিকান সমর্থন দিলেন ডেমোক্র্যাট প্রার্থীকে৷ হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বুশেরই সাবেক মুখপাত্র স্কট ম্যাকক্লিলান এবং মিনেসোটার রিপাবলিকান গভর্নর আর্নে কার্লসন স্পষ্টই জানিয়ে দিয়েছেন, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে দেখতে চান তাঁরা৷ এদিকে গণমাধ্যমের সমর্থন তো ওবামার পক্ষে রয়েছেই৷ ওয়াশিংটন পোস্টের পর তাঁর পক্ষে রায় দিয়েছে নিউ ইয়র্ক টাইমসও৷

অবশ্য বসে নেই রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন৷ ওবামা যখন অসুস্থ নানীর পাশে, তখন কলোরাডোতে ভোটার টানতে ব্যস্ত তিনি৷ কর আর স্বাস্থ্যনীতি নিয়েই ওবামার দিকে বাক্য তীর ছোঁড়েন তিনি৷ তাঁর কথা, ওবামার কর নীতি চালু হলে বিপদে পড়বেন মধ্যবিত্তরা৷ কিন্তু এটা তিনি কিছুতেই হতে দেবেন না৷ নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চললেও রানিং মেট সারাহ প্যালিনকে নিয়ে বিড়ম্বনা যেন ম্যাককেইনের পিছু ছাড়ছে না৷ আইন অমান্যের অভিযোগে আলাস্কা পার্সনেল বোর্ড ইনভেস্টিগেশনে স্বাক্ষ্য দিতে হয়েছে রাজ্যের গভর্নর প্যালিনকে৷ তাই শুক্রবার প্রচারণার মাঠে থাকতে পারেন নি তিনিও৷

এদিকে জনমত জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কিছুটা কমেছে৷ তারপরও ফ্লরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও এর মতো মূল অঙ্গরাজ্যগুলোতে নিরাপদ ব্যবধানেই এগিয়ে আছেন ওবামা৷ বিশেষজ্ঞরা বলছেন, ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত ওই তিনটি অঙ্গরাজ্যের অন্তত দুটিতে না জিতে কোন প্রার্থীই হোয়াইট হাউজে যেতে পারেন নি৷ তাই এবার অপেক্ষার পালা ৪ তারিখের ভোটে কার দখলে যায় ওই অঙ্গরাজ্যগুলো৷