1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

১৬ মার্চ ২০১২

অ্যামেরিকার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রচারে মুখর প্রার্থীরা৷ আর আবারো প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফেরার এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও৷

https://p.dw.com/p/14LZ2
Barack Obamaছবি: AP

ওবামা'র নির্বাচনি প্রচারের অংশ হিসেবেই এবার নির্মিত হয়েছে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র৷ ১৭ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির নাম ‘দ্য রোড উই হ্যাভ ট্রাভেল্ড'৷ বাংলায় যার অনুবাদ করলে দাঁড়ায়, ‘যে পথ আমরা পাড়ি দিয়েছি'৷

তথ্যচিত্রটি পরিচালনা করছেন অস্কার বিজয়ী পরিচালক ডেভিস গুগেনহাইম এবং এতে নেপথ্যে ধারা-বর্ণনা দিয়েছেন টম হ্যাঙ্কস৷ বিশ্ব উষ্ণায়ন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘দ্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ' এবং অ্যামেরিকান শিক্ষা ব্যাবস্থা নিয়ে বানানো তথ্যচিত্র ‘ওয়েটিং ফর দ্য সুপার ম্যান'-এর নির্মাতা হিসেবে গুগেনহাইম বিশ্বখ্যাত৷

এই সিনেমাটিতে মূলত রয়েছে ওবামার শাসনামলের যাবতীয় ‘ভালো' ও ‘সাহসী' কাজের বিবরণ৷ আর এতে, এক অসাধরণ ‘হিরো' এবং ‘মহৎ নেতা' হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে ওবামা'র চরিত্রটি৷

অ্যামেরিকার অর্থনীতিকে টেনে তোলা, জাতীয় নিরাপত্তা নীতি, মোটর গাড়ি খাতকে ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ওবামা'র অবদানকে বড় করে দেখানো হয়েছে ছবিটিতে৷ এছাড়াও এতে রয়েছে ইরাক থেকে সেনা প্রত্যাহার এবং পাকিস্তানে মার্কিন অভিযান চালিয়ে ওসামা বিন লাদেন'কে হত্যা করার সিদ্ধান্ত নেবার দৃশ্যটিও৷

Former U.S. Vice President and Chairman of Generation Investment Management, Al Gore, speaks during the Global Reporting Initiative conference on sustainability at a hotel in Amsterdam The Netherlands, Friday Oct. 6 2006. Gore was the keynote speaker at the conference, where an international standards committee unveiled new guidelines for companies on how to report their "sustainability" to highlight how employees, customers, and others may be affected by their business in the long term. (AP Photo/Bas Czerwinski).
‘দ্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ' ছবিটি গোটা বিশ্বের নজর কেড়েছিলছবি: AP

ওবামা'কে নিয়ে নির্মিত এই সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনেক রাজনৈতিক নেতাই৷ এমনকি, ওবামা'র নেয়া অনেক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করেছেন অনেকে৷

তবে এই সিনেমা দেখার পর, একটি প্রশ্ন এখন ভেসে বেড়াচ্ছে অ্যামেরিকার আকাশে৷ সেটা হলো, ‘দ্য রোড উই হ্যাভ ট্রাভেল্ড' সিনেমাটিতে কিন্তু ওবামা'র একটিও নেতিবাচক দিক তুলে ধরা হয় নি৷ অথচ এই ক‘বছরের শাসনকালে তিনি তো কম সমালোচিত হন নি! তার ওপর ওবামা'র বহু সিদ্ধান্তে খুশি হতে না পেরে, তাঁর প্রতি সমর্থনও হারিয়েছেন অনেক ভক্ত৷ সে যাই হোক, ছবিটিতে ওবামা'কে ‘অতি ইতিবাচক' দেখানোর সমালোচনা বাজারে চালু থাকলেও এটির নির্মাণশৈলীতে মুগ্ধ সকলেই৷

ওবামা'কে নিয়ে বানানো ছবিটির ঠিক শুরুতে রয়েছে ২০০৮ সালের সেই মহাকাব্যিক বিজয়ের পর, জনতার উদ্দ্যেশ্যে দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ভাষণের একটি চিত্র৷ আর ছবিটির শেষে ধারা বর্ণনাকারী বলছেন, ‘‘আমরা হেঁটেছি অনেক পথ৷ কিন্তু কতো দূর এসেছি আমরা? এখনো তো আমাদের অনেক কাজ বাকি৷ সেগুলো করতে যে আমাদের তাকাতে হবে সামনের দিকে৷''

বিশ্লেষকদের বক্তব্য, ‘দ্য রোড উই হ্যাভ ট্র্যাভেল্ড' অ্যামেরিকানদের বলছে, ‘‘রাত ভোর হয় নি এখনো৷ রাতের সবচেয়ে নিগূঢ়, সবচেয়ে অন্ধকার অধ্যায় আমরা পাড় করেছি মাত্র৷'' অর্থাৎ নির্বাচনে জিতে হোয়াইট হাউসের দিকে ওবামা'র এবারের যাত্রাটা হবে কাঙ্ক্ষিত ‘ভোরের দিকে'৷

বলা বাহুল্য, নির্বাচনি প্রাচারের অংশ হিসেবে ছবি বানানোটা অ্যামেরিকায় নতুন কিছু নয়!

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য