ওড়িশায় মালগাড়ি লাইনচ্যূত হয়ে ওয়েটিং রুমে মৃত তিন
২১ নভেম্বর ২০২২ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ। এখনো পর্যন্ত যা জানা গেছে তা হলো, কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যূত হয়। মালগাড়িটির আটটি ওয়াগন স্টেশনে উঠে গিয়ে ওয়েটিং রুমে ধাক্কা মারে। কলিঙ্গ টিভি জানাচ্ছে, টিকিট কাউন্টারেও ধাক্কা মারে মালগাড়ির ওয়াগন।
তবে দ্য হিন্দু জানিয়েছে, প্ল্যাটফর্মের শেডে কিছু যাত্রী লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। মালগাড়িটি গিয়ে তাদের ধাক্কা মারে। এর ফলে তিনজন মারা গেছেন।য তবে রেল কর্তৃপক্ষ এখনো জানাচ্ছে, দুই জন মারা গেছেন।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন।
এই দুর্ঘটনার ফলে অন্তত দশটি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্য়ে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ও শালিমার-পুরী এক্সপ্রেস আছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেয়া হয়েছে। অনেক ট্রেন দেরিতে চলছে। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যাজপুর পর্যন্ত চলবে। আরো কিছু ট্রেনের যাত্রাপথ কম করা হয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, কলিঙ্গ টিভি)