বরখাস্ত ভারতের বক্সিং ফেডারেশন
৭ ডিসেম্বর ২০১২হ্যাঁ, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বরখাস্ত করার পর এবার সে দেশের অ্যামেচার বক্সিং ফেডারেশন (আইএবিএফ)-এর ওপরও নেমে এসেছে নিষেধাজ্ঞা৷
এক বিবৃতিতে আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ) জানিয়ে দিয়েছে এখন থেকে আইএবিএফ-এর কার্যক্রম বন্ধ৷ সুতরাং এখন থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত তারা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না, ভারতের কোনো বক্সারও পারবেন না দেশের বাইরে কোনো প্রতিযোগিতামূলক আসরে অংশ নিতে৷
অভিযোগটা কিন্তু গুরুতর৷ গত সেপ্টেম্বরে নির্বাচন হয়েছে আইএবিএফ-এর৷ নির্বাচনের আগে ১২ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করা অভয় সিং চৌতালাকে চেয়ারম্যান করতে তড়িঘড়ি সংবিধান সংশোধন করে আইএবিএফ৷ তাতে অভয় সিং সাময়িকভাবে লাভবান হলেও বিপর্যয় নেমে এসেছে ভারতের বক্সিং অঙ্গনে, নির্বাচনে নয়-ছয় করার অভিযোগে দেশের সর্বোচ্চ বক্সিং সংস্থা বরখাস্ত হওয়ায় বক্সারদেরও সর্বনাশ৷ হালে বক্সিংয়ে কিন্তু বেশ ভালো করছিলেন ভারতের বক্সাররা৷ লন্ডন অলিম্পিকে অনেকগুলো ইভেন্টেই তাঁদের সোনা জয়ের আশা শেষ দিকে শেষ হয়ে যায় বিশ্বসেরাদের কাছে হেরে৷
২০০৮-এর বেইজিং অলিম্পিকে বীজেন্দ্র সিং কিন্তু বিশ্বসেরাদেরও পাত্তা দেননি৷ রিংয়ে সব প্রতিপক্ষকে হারিয়েই জিতেছিলেন দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা৷ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ভারতের বক্সিং ফেডারেশনকে আপাতত নিষিদ্ধ করায় তাঁর মাথায় যেন বাজ পড়েছে৷ এনডি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি তীব্র হতাশা প্রকাশ করে বলেছেন, ‘‘এই বহিষ্কারাদেশ খুবই হতাশাজনক৷ এটা ভারতের ক্রীড়াবিদদের জন্য খুব খারাপ খবর৷ আমি আরো অনেকদিন দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম৷ কিন্তু এ ঘোষণা আমার এবং আমার মতো সব বক্সারের মনোবলই ভেঙে দেবে৷''
বহিষ্কারের আদেশ পেয়ে আইএবিএফ কিছুটা হতভম্ব৷ বার্তা সংস্থা রয়টার্সকে ফেডারেশনের সভাপতি অভিষেক মাতোরিয়া বলেছেন, আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ)-এর চিঠির জবাবে তাঁরা নির্বাচন সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একটা চিঠি পাঠিয়েছিলেন৷ মাতোরিয়ার মতে, আইবিএ ব্যাখ্যাগুলোর যৌক্তিকতা খতিয়ে না দেখেই বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, যা খুব দুঃখজনক৷ আইবিএ জানিয়েছে, তারা কথিত নির্বাচন নিয়ে তদন্ত করবে৷
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)