1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার প্রধান শিক্ষককে পেটালেন সাংসদ বদি

৫ জুলাই ২০১১

ঢাকার সব পত্রিকার প্রথম পাতাতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বিষয়ে একাধিক খবর রয়েছে৷ যেমন ইত্তেফাক বলছে তারেককে আসামি করার প্রতিবাদে বিএনপি গতকাল বিক্ষোভ মিছিল করে৷

https://p.dw.com/p/11ovC
সাংসদের কর্মকান্ডে লজ্জিত সংসদ!ছবি: DW/Harun Ur Rashid Swapan

মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব, বিরোধীদলীয় চিফ হুইপ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হয়৷

প্রথম আলো বলছে বিএনপির কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের চেয়েও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তারেকের বিরুদ্ধে মামলা৷ এজন্য আইনগতভাবে এই মামলা চালানোর উপায় খুঁজছে দলটি, এমনটা বলছে প্রথম আলো৷

এদিকে সমকাল বলছে মহাজোট আমলে তারেকের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই৷ এছাড়া তারেকই গ্রেনেড হামলা মূল পরিকল্পনাকারী - আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের করা এই মন্তব্যও সব পত্রিকায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে৷ পুলিশের সাবেক তিন আইজিকে কারাগারে পাঠানোর খবরটিকে অনেক পত্রিকা তাদের প্রধান প্রতিবেদন করেছে৷

মনমোহনের বাংলাদেশ সফর

অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের তারিখ ঘোষিত হয়েছে৷ মনমোহন সিং কাল রাতে হাসিনাকে টেলিফোনও করেছেন৷ এর ফলে দুই দেশের সম্পর্ক নিয়ে গত কদিন ধরে চলা বিতর্কের আপাত অবসান হলো বলে মনে করা হচ্ছে৷ ডেইলি স্টার তাদের প্রধান প্রতিবেদনে এমন একটা ধারণা দেয়ারই চেষ্টা করেছে৷ পত্রিকাটি বলছে এই ঘোষণার ফলে মনমোহনের সফর নিয়ে সবধরনের সন্দেহ দূর হলো৷

এদিকে মনমোহনের সফরের বিষয়াদি চূড়ান্ত করতে তিনদিনের সফরে আগামীকাল ঢাকা যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা৷ তাঁর সফরের সময়ই দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন তিনি৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন দিল্লি সংবাদদাতা এই খবরটি দিয়েছে৷

সাংসদ বদির নতুন কাজ

কক্সবাজারের আলোচিত আওয়ামী লীগ এমপি বদি এবার এক হাই স্কুলের প্রধান শিক্ষককে প্রকাশ্য পিটিয়েছেন৷ পুলিশ ও লোকজনের সামনে তিনি ঐ শিক্ষককে কিল, লাথি ও ঘুষি মেরে আহত করেন বলে জানিয়েছে কালের কন্ঠ৷ এই নিয়ে গত আড়াই বছরে মোট ১০ বার লোকজনকে মারধর করেছেন সাংসদ বদি, এমন একটা তথ্যও দিয়েছে পত্রিকাটি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম