1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারো ব্রাজিল-আর্জেন্টিনা টপ ফেবারিট: সাব্বির

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ নভেম্বর ২০২২

বাংলাদেশে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা৷ এই উন্মাদনা সবচেয়ে বেশি ল্যাটিন অ্যামেরিকার দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে৷ দেদারসে বিক্রি হচ্ছে পতাকা আর জার্সি৷

https://p.dw.com/p/4JkdF
বাংলাদেশের সাবেক ফুটবলার সাব্বির
বাংলাদেশের সাবেক ফুটবলার সাব্বিরছবি: Noman Mohammad

এই উন্মাদনার বিশ্বকাপ নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির৷ তিনি সাব্বির নামেই সবার কাছে পরিচিত৷

ডয়চে ভেলে: এবারের বিশ্বকাপে টপ ফেবারিট কারা? বাংলাদেশে এবং সারা বিশ্বে৷

সাব্বির: একটা কথা বলে নিই৷ আগের বিশ্বকাপগুলোতে আমরা যেমন উন্মাদনা দেখেছি বাংলাদেশে, বড় বড় পতাকা বানানোসহ নানা আয়োজন৷ এবার কিন্তু ঠিক সেরকম নেই৷ তবে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কাছে ব্রাজিল এবং আজেন্টিনা এই দুইটি দল সবচেয়ে ফেবারিট৷ তাদের সমর্থক সমান সমান৷ আর যদি সারাবিশ্ব মিলিয়ে বলি তাহলে আমার চোখে ব্রাজিল-আর্জেন্টিনা তো আছেই তাদের সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইটালি৷ যদিও ইটালি এবার চূড়ান্ত পর্বে আসতে পারেনি৷ এর বাইরে আমরা একমাত্র ক্রোয়েশিয়াকে দেখেছি গত বিশ্বকাপের ফাইনালে উঠতে৷ তাই ঘুরে ফিরে ওই কয়টি দলই বিশ্বকাপে ফেবারিট হিসেবে থাকে৷ সাত-আটটি দলই আসলে প্রাধান্য বিস্তার করে৷ এবার আমরা যা বুঝতে পারছি তাতে ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো অবস্থানে আছে৷

ডয়চে ভেলে: বাংলাদেশে ল্যাটিন অ্যামেরিকান ফুটবল, ব্রাজিল-আর্জেন্টিনা কেন এত জনপ্রিয়?

সাব্বির: এর একমাত্র কারণ নান্দনিক ফুলবল৷ এখন অনেক দলই টোটাল ফুটবল বা পেসে খেলতে চায়৷ ফলে নান্দনিক ফুটবলটা কমে গেছে৷ আর এ কারণেই ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় কমে গেছে৷ পেলে, ম্যারাডেনা, মার্কোভ্যান বাস্তেন বা রুড গুলিতের মতো খেলোয়াড় আমরা পাচ্ছি না৷

ডয়চে ভেলে: এখনকার ফুটবলারদের মধ্যে হট ফেবারিট কারা?

সাব্বির: মেসি এবার হট ফেবারিট৷ নেইমারও আছেন হট ফেবারিটের তালিকায়৷ এমবাপে (ফ্রান্স) আছেন৷ তবে আরো কয়েকজন আছেন৷ কিন্তু তাদের দল চূড়ান্ত পর্বে আসতে পারেনি৷

ডয়চে ভেলে: কার কপালে জুটতে পারে গোল্ডেন বুট?

সাব্বির: এটা তো আসলে এখই বলা সম্ভব নয়৷ তারপরও ব্রাজিল এবং আর্জেন্টিনা এখন যে অবস্থানে আছে সেভাবে যদি এগিয়ে যায় তাহলে গোল্ডেন বুট মেসি এবং নেইমারের মধ্যেই থাকার সম্ভাবনা বেশি৷

ডয়চে ভেলে: ম্যারাডেনাকে কি সবাই এই বিশ্বকাপ মিস করবে?

সাব্বির: অবশ্যই করবে৷ গত বিশ্বকাপেও তিনি যেভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন তা ভোলার নয়৷ তার মুভমেন্টে ছিলো দেশপ্রেম৷ তার খেলায় ছিলো দেশপ্রেম৷ তাকে আমরা ভুলতে পারব না৷

‘মেসি এবার হট ফেবারিট, নেইমারও আছেন সেই তালিকায়’

ডয়চে ভেলে: বাংলাদেশের ফুটবলের কী হবে? আমরা কবে যাবো বিশ্বকাপে?

সাব্বির: ১৯৮৯ সালের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে আমাদের র‌্যাংকিং ছিল ১০৫৷ এশিয়ার মধ্যে আমরা তখন ১৫ নাম্বার ছিলাম৷ আমরা যদি টার্গেট করতাম যে এশিয়ার মধ্যে ১০ নাম্বার হবো, সেভাবে প্ল্যানিং করলে এখন হয়তো আমরা চিন্তা করতে পারতাম আমরা কবে বিশ্বকাপ খেলব৷ কিন্তু যা অবস্থা তাতে সেই চিন্তার জায়গায়ই আমরা নেই৷ কোরিয়া পরিকল্পিতভাবে এগিয়ে তারা এখন এশিয়ায় টপ৷

ডয়চে ভেলে: তাহলে আমাদের ফুটবলের দায়িত্ব কে নেবে? ফুটবল ফেডারেশনের কাজ কী?

সাব্বির: ১০-১২ বছরে অনেক কথা বলেছি৷ কিন্তু এখন হতাশ হয়ে কথা বলা বন্ধ করেছি৷ আমাদের আগে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার৷ আমাদের কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার, কী প্রক্রিয়ায় আমরা এগোবো তা ঠিক করা দরকার৷ সেটা হলে আমাদের ফুটবলের উন্নয়ন হবে বলে আশা করা যায়৷ কিন্তু সেটা হচ্ছে না৷ আমাদের ফুটবল ফেডারেশেনের কোনো জবাবদিহিতা নেই৷ সেই কারণেই ১৫-১৬ বছর ধরে একই লোক আছেন৷ ফুটবলের খারাপ অবস্থা হওয়ার পরও তিনি আছেন৷ এটা এখন একদলীয় ফুটবল ফেডারেশনে পরিণত হয়েছে৷ পেশাদারিত্ব নেই৷ অপজিশন নাই, সে কারণে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার কেউ নেই৷ এইসব কারণে আমাদের ফুটবল ধ্বংসের দিকে চলে গেছে৷