1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন

৪ জুলাই ২০১২

স্টেফি গ্রাফ ও বরিস বেকার’এর পর টেনিস জগতে জার্মানদের এমন সুদিন দেখা যায় নি৷ এখনো তারকার পর্যায় না গেলেও ৪ জার্মান তরুণ-তরুণী উইম্বলডন’এ চমক সৃষ্টি করছেন৷

https://p.dw.com/p/15R5F
ছবি: Reuters

আঞ্জেলিক ক্যার্বার'কে এখন স্টেফি গ্রাফ'এর সঙ্গে তুলনা করা হচ্ছে৷ দু'জনের এখনো দেখা হয় নি৷ আঞ্জেলিক মস্করা করে বলেন, ‘‘হ্যাঁ স্টেফি গ্রাফ'কে চিনি তো, কিন্তু শুধু টেলিভিশনের পর্দায়৷'' স্টেফি লন্ডনে এসে পড়েছেন৷ তাই এবারের উইম্বলডন'এ দু'জনের দেখা হতে পারে৷ স্টেফি'র ভক্ত আঞ্জেলিক সেই মুহূর্তের জন্য প্রহর গুনছেন৷

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ক্যার্বার স্বদেশেরই সাবিনা লিসিকি'কে হারিয়েছেন৷ শুধু তাই নয় ইংল্যান্ডের বুকমেকাররা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস এবং বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার পর উইম্বলডন জেতার সুযোগ রয়েছে ক্যার্বার'এর৷ মনে রাখা দরকার, বিশ্ব তালিকায় ক্যার্বার'এর অবস্থান অষ্টম স্থানে এবং সেমিফাইনালে তাঁর মোলাকাত হবে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাটভানস্কার সঙ্গে৷ মজার কথা, রাটভানস্কা বিশ্ব তালিকায় পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও ক্যার্বার'এর জেতার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে৷ অথচ গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কুইতোভা কিন্তু ইতিমধ্যেই বিদায় নিয়েছেন৷ তার মূল কারণ সেরেনা উইলিয়ামস'এর অসম্ভব জোরালো প্রথম সার্ভ৷

Philipp Kohlschreiber
ছবি: Reuters

পুরুষদের খেলায় বিশ্ব তালিকায় পয়লা নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ রবিবারের ফাইনালে তাঁর উইম্বলডন খেতাব বজায় রাখতে পারবেন বলে মনে করছেন৷ তবে তার আগে তাঁকে জার্মানির ফ্লোরিয়ান মায়ার'এর ধাক্কা সামলাতে হবে৷ অন্যদিকে ফ্রান্সের স'ঙ্গাকে আরেক জার্মান ফিলিপ কোলশ্রাইবার'এর মুখোমুখি হতে হবে৷

জার্মানির ক্যার্বার অথবা লিসিকি, মায়ার অথবা কোলশ্রাইবার – এদের কাউকেই এককালের স্টেফি গ্রাফ বা বরিস বেকার'এর পর্যায়ে ফেলা যাবে না৷ তৃতীয়বার উইম্বলডন জয়ের পর বরিস বেকার বলেছিলেন, উইম্বলডন তো আমার বৈঠকখানা৷ আর সেন্টার কোর্টে স্টেফি'র সেই দৃপ্ত খেলা আজও শুধু জার্মানরাই নয়, বিশ্বের টেনিসমোদীরা ভোলে নি৷ কিন্তু এইভাবে চার জন জার্মান খেলোয়াড়ের নিজেদের বিভাগে শেষ আটজনের মধ্যে ওঠা – এর থেকে প্রমাণ হয় যে জার্মান টেনিস আর একজন কিংবা দুজন ব্যতিক্রমী খেলোয়াড়ের উপর নির্ভর করে না৷

এসবি / ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য