1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফসি কোলন

২০ আগস্ট ২০১০

তিনবারের বুন্ডেসলিগা ও চারবারের জার্মান কাপ জয়ী ক্লাব এফসি কোলন৷ এই ক্লাবের আরেকটি বড় পরিচয় তারকা স্ট্রাইকার লুকাস পোডলস্কি৷ ‘বিলি গোটস’ অর্থাৎ পুরুষ ছাগল বা পাঁঠা - এই নামেও পরিচিত রাইন নদীর তীরের এই ক্লাবটি৷

https://p.dw.com/p/OsJX
ছবি: picture-alliance / dpa

গতবার বুন্ডেসলিগায় দলটির অবস্থান ছিল ১৩তম স্থানে৷ এবার আরও ভাল করার লক্ষ্য নতুন কোচ নিয়োগ দেয়া হয়েছে৷ ক্রোয়েশিয়ান কোচ ফেনিমির জোলডো'র পছন্দ ৪-৩-১-২ ফর্মেট৷ যেটাতে অবশ্য আগে খেলেনি বিলি গোটসরা৷ এদিকে, ক্লাবের মূল লক্ষ্য আপাতত সেরা ১০ এ নাম লেখানো৷ তাই সবাই তাকিয়ে আছে ঘরের ছেলে লুকাস পোডলস্কির দিকে৷ সেই ১৯৯৫ সাল থেকে পোডলস্কি কোলনের হয়ে খেলছেন৷ মাঝে অবশ্য তিন বছর খেলেছেন চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে৷ কিন্তু সেখানে ভাল করতে না পারায় গত বছর আবার ফিরে আসেন নিজের শহরে৷ তাই কোলনবাসী খুব খুশি৷ আর পোডলস্কিকে সাহায্য করতে এবার স্টুটগার্ট থেকে অনেক টাকার বিনিময়ে আনা হয়েছে মধ্যমাঠের খেলোয়াড় মার্টিন লানিশকে৷ দেখা যাক, এই জুটি এবার কোলনবাসীর আশা পূরণ করতে পারেন কিনা৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক – ফারাইদ মোনড্রাগন; রক্ষণভাগ - ফাব্রিস এরেট, ইউসুফ মোহাম্মদ, পেড্রো গেরোমেল ও মিজো ব্রেকো; মধ্যমাঠ - মাতো ইয়াইয়ালো, পেতিত, আদাম মাতুজাইক ও মার্টিন লানিশ; এবং আক্রমণভাগ – লুকাস পোডলস্কি ও মিলিফোয়ে নোভাকোভিচ৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-১-২

কোচ : স্ভোনিমির সোল্ডো

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ