1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বাইকে সাত জন!

২ সেপ্টেম্বর ২০১৯

চলন্ত একটি মোটরসাইলের দিকে তাকিয়ে ছানাবড়া হয়ে যেতে পারে আপনার চোখ৷ কারণ সেই বাইকে উঠে পড়েছেন সাত সদস্যের পরিবারের সাবাই; সঙ্গে পোষা কুকুর, বিড়াল, মুরগি ছাড়াও একগাদা জিনিসপত্র!

https://p.dw.com/p/3OsYe
Valentino Rossi Sturz beim Grand Prix in Italien 12.09.2014
ছবি: Reuters/Max Rossi

সম্প্রতি ভারতে ১৫ সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ টুইটারে যিনি ভিডিওটি পোস্ট করেছেন ভারতের কোন অঞ্চল থেকে তা ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি৷

ভিডিওতে দেখা যায়, পরিবারের পুরুষ কর্তাব্যক্তিটি মোটরসাইকেল চালাচ্ছেন, তার সামনে বাইকের তেলের ট্যাংকে বসেছে দু'জন৷ এদের একজনের কোলে পোষা কুকুর৷ চালককে পেছন থেকে জাপটে ধরে বসেছেন একজন নারী, ধারণা করা হচ্ছে ইনি তার স্ত্রী৷ জায়গা না হওয়ায় ওই নারীর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে একজন৷ তার পেছনে বসেছে অন্য দুইজন৷ একেবারে শেষে বসেছে যে তার হাতে রয়েছে মুরগি৷ আর বিড়ালটি বসে আছে একটি ব্যাগের উপর৷ এতজনের সঙ্গে বাইকে কতটি ব্যাগ বহন করা হচ্ছে তা বলা মুশিকল হলেও সেটি যে আধা ডজনের কম নয় নিশ্চিত করেই বলা যায়৷

টু্ইটারে এই ভিডিও দেখে অনেকেই লিখেছন ভিডিওটি ভারতের কোনা এক অঞ্চল থেকে ধারণ করা৷ আর মোটারসাইকেলটি হিরো কোম্পানির বলেও দাবি করেছেন কেউ কেউ৷

মোটরসাইকেল নির্মাতা কোম্পানির সত্যিই ভার বহনের ক্ষমতা আছে বলে রসিকতা করেছেন কেউ কেউ৷ পুরো সাতজনের পরিবার এক বাইকে তোলায় চালককে হিরো বলেও আখ্যা দিয়েছেন অনেকে৷

একজন লিখেছেন, পুরো সাত সদস্যের যে পরিবার এক বাইকে চড়তে পারে তারা আসলেই সুখী৷ লাদাখে যাওয়ার জন্য বাইটি ভাড়া পাওয়া যাবে কি না, সেই প্রশ্নও রেখেছেন একজন৷

এসআই/কেএম (সংবাদ প্রতিদিন)