1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে ফেব্রুয়ারি

৯ ফেব্রুয়ারি ২০১২

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি৷ এই মাসে সংস্কৃতিক অনুষ্ঠানে ছেয়ে যায় ঢাকা৷ সম্মিলিত সাংস্কৃতিক জোটও পিছিয়ে নেই৷ তারা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের৷

https://p.dw.com/p/13zUV
ছবি: AP

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানালেন, কী কী থাকছে তাদের বিশেষ আয়োজনে৷ প্রথমেই তিনি বললেন, ‘‘১৯৮৩ সালে অমর একুশের অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের যাত্রা শুরু করেছিল৷ সেই সময়ে সরকার শহীদ মিনারে আল্পনা আঁকতে বাধা দিয়েছিল৷ এবং বলে দিয়েছিল যে শহীদ মিনারে কোন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না৷ এর প্রতিবাদে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন ফুসে উঠেছিল৷ এবং সবাই একসঙ্গে মিলে একুশে উদযাপন শুরু করে৷ তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠিত হয় এবং ৮ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা ১২ দিন ধরে চলে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান এই কেন্দ্রীয় শহীদ মিনারে৷''

Internationaler Tag der Muttersprache Bangladesch
ফেব্রুয়ারি মাসে সংস্কৃতিক অনুষ্ঠানে ছেয়ে যায় ঢাকা মহানগরী...ছবি: AP

হাসান আরিফ আরো জানান, গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের ব্যাপ্তি বেড়েছে৷ সম্মিলিত সাংস্কৃতিক জোট এবছর ৮ থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে৷ ১৯, ২০ এবং ২১শে ফেব্রুয়ারি – এই তিন দিন অনুষ্ঠান হবে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে৷ সবমিলে অনুষ্ঠান হবে চৌদ্দদিন ব্যাপী৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য