1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একি, নিজের বিছানায় ঘুমন্ত চোর!

২৯ জুলাই ২০২০

এক চোর এতটাই ক্লান্ত ছিলো যে অ্যাপার্টমেন্টে চুরি করতে যেয়ে সেখানেই বেচারা ঘুমিয়ে পড়েছে৷ অ্যাপার্টমেন্টের ভাড়াটে ঘরে ঢুকে ঘুমন্ত চোর দেখে পুলিশকে জানায় ৷

https://p.dw.com/p/3g71u
এক চোর এতটাই ক্লান্ত ছিলো যে অ্যাপার্টমেন্টে চুরি করতে যেয়ে সেখানেই বেচারা ঘুমিয়ে পড়েছে৷ অ্যাপার্টমেন্টের ভাড়াটে ঘরে ঢুকে ঘুমন্ত চোর দেখে পুলিশকে জানায় ৷
ছবি: Imago Images/Panthermedia/basshingum

এ ঘটনাটি গত সপ্তাহান্তে জার্মানির গ্যোয়েটিংগেন শহরের৷ চোরকে বেশ কষ্ট করেই অ্যাপার্টমেন্টে ঢুকতে হয়েছে এবং চুরি করার সময়ই ৩৯ বছর বয়সি চোর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ভাড়াটের বিছানায়৷

ভোরে চোর যখন সুখস্বপ্ন দেখায় ব্যস্ত ঠিক তখনই ২৯ বছর বয়সি ভাড়াটে ঢুকে এ দৃশ্য দেখে সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং পুলিশকে ফোন করে জানায়৷ পুলিশ এসে চোরের আরামের ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়৷ চোর নিজেই পুলিশের কাজ অনেক সহজ করে দিয়েছে৷ সবকিছু জিজ্ঞাসাবাদের পর চোরকে ছেড়ে দেওয়া হয়৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য