1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উভয় কাশ্মীরের মধ্যে বাস চলাচলের সিদ্ধান্ত চূড়ান্ত

মাসকাওয়াথ আহসান১৬ ফেব্রুয়ারি ২০০৫

গত এক বছর ধরে চলে আসা ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক আলোচনার প্রেক্ষিতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার উভয় পাশের মধ্যে বাস চলাচলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে৷

https://p.dw.com/p/DPxu
ছবি: AP


ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটোবর সিং-এর পাকিস্তান সফরকালে বাস চলাচলের এই দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্ত গৃহীত হলো৷

১৯৪৭ সালের দেশ বিভাগের পর অনেক পরিবারই বিভাজিত হয়ে পড়ে৷শ্রীনগরের একজন বিশ্ববিদ্যালয় ছাত্র দীন মোহম্মদ প্রতিক্রিয়া জানিয়ে বললেন,হাজার হাজার বিভাজিত পরিবারের পুনর্মিলনীর স্বপ্ন সফল হবে এবার৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটোবর সিং ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মাহমুদ কাসুরী বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সন্মেলনে বাস চলাচলের ঘোষণা দেন৷

এপ্রিলের ৭ তারিখ থেকে শ্রীনগর ও মুজাফ্ফরাবাদের মধ্যে চালু হচ্ছে এই বাস সার্ভিস৷
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বাস চলাচলের এই দ্বি-পাক্ষিক ঘোষণাকে ভারত-পাকিস্তান সম্পর্ককে আরো সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন৷