1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি চান মুসল্লিরা

২০ আগস্ট ২০১২

রাজনৈতিক স্থিতিশীলতা এবং হিংসা হানাহানি বন্ধের প্রার্থনা জানানো হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর’এ৷ মুসলমানরা মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করেছেন৷ ঈদের আদর্শ যেন সবখানে ছড়িয়ে পড়ে, দূর হয় ধনী-গরিবের ভেদাভেদ৷

https://p.dw.com/p/15t59

বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতের মধ্য দিয়ে আজ সকালে শুরু হয় ঈদ-উল-ফিতর'এর আনুষ্ঠানিকতা৷ জাতীয় ঈদগায়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ সব শ্রেণির মানুষ৷

নামাজ শেষে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহ'র শান্তি এবং সম্মৃদ্ধি কামানা করা হয়৷ এরপর কোলাকুলি আর পরস্পরের মঙ্গল কামনার মধ্য দিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সেখানে৷

ঈদগায়ে আসা মুসল্লিরা নিজেদের দেশের এবং সবার মঙ্গল কামনা করেন৷ তাঁরা চান দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি৷ তাঁরা রাজনৈতিক বিভেদ আর প্রতিহিংসার অবসান চান৷

Gebet zum islamischen Opferfest
নতুন দিল্লিতেও উদযাপিত হয়েছে ঈদ...ছবি: picture-alliance/dpa

ঈদের জামাতে অংশ নিয়েছেন নারীরাও৷ তবে কেউ কেউ ভিতরে জায়গা না পেয়ে বাইরে দাড়িয়ে থাকেন৷ আর শিশুরাও উপস্থিত ছিল সেখানে৷ তারাও তাদের মতো করে প্রার্থনা করেছে৷

সারা দিন বৃষ্টি থাকলেও তা ঈদের আনন্দে তেমন ব্যাঘাত ঘটাতে পারেনি৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দেশবাসিকে ঈদের শুভেচ্ছো জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য