ইয়েমেনে যুদ্ধ করছে শিশুরা!
১৭ জুলাই ২০১৯সংস্থাটির দাবি, যুদ্ধে লিপ্ত দু'পক্ষই, অর্থাৎ হুতি বিদ্রোহী ও সেনাবাহিনী, শিশুদের যুদ্ধে অংশগ্রহন করতে বাধ্য করছে৷
ইয়েমেনের বেসরকারি সংস্থা মোতানা ফর হিউম্যান রাইটস বুধবার প্যারিসে তাদের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করে৷ প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের কম বয়সী এক হাজার একশ' ১৭ জন শিশুকে যুদ্ধে জোর করে অংশগ্রহন করানো হয়েছে৷ প্রতিবেদনটিতে জানানো হয়, যুদ্ধে অংশগ্রহনকারী শিশুদের শতকরা ৭২ ভাগ বিদ্রোহিগোষ্ঠী হুতির পক্ষ হয়ে কাজ করছে৷ আর বাকিরা কাজ করছে সেনাবাহিনীর পক্ষ হয়ে৷
যুদ্ধে লিপ্ত দলগুলো শিশুদেরকে দিয়ে চেকপোস্টের নিরাপত্তা, যোদ্ধাদের জন্য রসদ সরবরাহ ও সরাসরি যুদ্ধ অংশগ্রহনের মতো কাজ করাচ্ছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়৷ বিধ্বস্ত জনজীবন: ইয়েমেন মানবাধিকার ২০১৮ নামে এ প্রতিবেদনটি প্রায় দুই হাজার ইয়েমেনবাসীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তৈরি করা হয়৷
বিপর্যস্ত জনজীবন
প্রায় ছয় বছর ধরে চলা এ যুদ্ধে লিপ্ত আছে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী আর ইরান ও হিজবুল্লাহ সমর্থিত হুতি বিদ্রোহিগোষ্ঠী৷ ২০১২ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজারেরও অধিক লোকের প্রাণহানী হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো৷ যুদ্ধে জনজীবনের উপর প্রভাবের বিষয়ে বলতে গিয়ে মোতানা ফর হিউম্যান রাইটস এর প্রধান রাধেয়া আল মোতাওয়াকেল বলেন, প্রতিদিনের এ যুদ্ধ সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে, তাঁদের জীবনযাপনকে শঙ্কার মধ্যে ফেলছে৷ ‘‘দেশের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে৷ সরকারের পক্ষ থেকেও জনগনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না'', দাবি করেন তিনি৷
আরআর/কেএম (এপি, এএফপি)