1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনার উদ্যোগ

রিয়াজুল ইসলাম৪ সেপ্টেম্বর ২০০৮

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার পঞ্চম দফা শান্তি আলোচনা আগামী ১৮ই সেপ্টেম্বর শুরু হবে৷ এদিকে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করতে ছয় দফা সম্বলিত একটি প্রস্তাব তুরস্কের মাধ্যমে পাঠিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷

https://p.dw.com/p/FBdR
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: AP

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভুমি ইসরায়েল দখল করে নেয়ার পর থেকে দুদেশের মধ্যে সবসময় বিরাজ করছে যুদ্ধ যুদ্ধ অবস্থা যা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে অন্যতম বাধা৷ দুদেশের মধ্যে বেশ কবার আলোচনা হলেও তা এখন পর্যন্ত তেমন কোন সুফল নিয়ে আসতে পারেনি৷

সর্বশেষ তুরস্কের উদ্যোগে গত মে মাস থেকে উভয় পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু হয়৷ এ সপ্তাহের রোববার দু পক্ষের মধ্যে পঞ্চম দফা আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও সিরিয়া তা স্থগিত করে৷ এজন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অবশ্য ইসরায়েলী মধ্যস্থতাকারীর পদত্যাগকে কারণ হিসেবে উল্লেখ করেছেন৷

Israel beginnt mit Freilassung palästinensischer Häftlinge
ইসরায়েল-সিরিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে কবে?ছবি: AP

দু পক্ষের মধ্যে শান্তি স্থাপন কিভাবে করা যায় সে ব্যাপারে সিরিয়ার রাজধানী দামেস্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চার দেশের শীর্ষবৈঠক৷ সেখানে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি৷ ইতিমধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন যে স্থগিত হয়ে যাওয়া ইসরায়েল সিরিয়া আলোচনা আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে৷

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বৃহস্পতিবার আবার কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে৷ এসময় তিনি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার দ্বিমত দূর করার ওপর জোর দিয়েছেন৷ প্রেসিডেন্ট সারকোজি বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনায় আমরা চাই সকল দ্বিমত দূর করতে৷ পারস্পরিক আস্থা বাড়াতে আমরা আগ্রহী৷

তবে ইসরায়েল সিরিয়ার সম্পর্ক উন্নয়নের চেয়ে প্রেসিডেন্ট সারকোজির মনোযোগ বেশী ছিলো ইরানের পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে৷ এ ব্যাপারে ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সহায়তাও কামনা করেছেন তিনি৷

এদিকে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার আগে ছয় দফার একটি প্রস্তাব পাঠিয়েছে সিরিয়া৷ দুদেশের মধ্যে মধ্যস্থতাকারী তুরস্কের মাধ্যমে এ প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ এর আগে ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে তিনি শান্তি স্থাপনের ব্যাপারে তার আগ্রহের কথা জানান৷

উল্লেখ্য, লেবাননের অন্যতম সন্দেহভাজন সন্ত্রাসী শাকের আল আবসিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিরিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট সারকোজিকে জানানো হয়েছে এমন তথ্য জানিয়েছে লেবাননের একটি ওয়েবসাইট৷