1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে পরিবর্তনের ইঙ্গিত

২৩ জানুয়ারি ২০১৩

ইসরায়েলের মানুষ পরিবর্তন চায়৷ এটা অনুমান নয়, সদ্য শেষ হওয়া সে দেশের সংসদ নির্বাচনই দিচ্ছে সে রকম ইঙ্গিত৷ ইসরায়েলে তাই শোনা যাচ্ছে পরিবর্তন প্রত্যাশী মানুষের স্লোগান৷

https://p.dw.com/p/17Q4v
Supporters of Naftali Bennett, head of Israel's Jewish Home party celebrate after the exit polls were announced at the party's headquarters in the city of Ramat Gan, Tuesday, Jan. 22, 2013. Israeli Prime Minister Benjamin Netanyahu's Likud Party is predicted to be the largest faction in parliamentary election on Tuesday, positioning the hard-liner to probably serve a new term as prime minister and may be forced to form a coalition government, according to exit polls. (Foto:Tsafrir Abayov/AP/dapd)
ছবি: AP

কয়েকজন কেঁদেই ফেললেন আনন্দে৷ আনন্দ তাঁদের দল ইয়েশ আতিদ-এর প্রতি জনগণের আস্থার স্বীকৃতি পাওয়ার৷ ইসরায়েলের জনগণের দেয়া রায় অনুযায়ী ইয়েশ আতিদ এখন সে দেশের দ্বিতীয় বৃহত্তম দল৷ এমনটি যে সম্ভব ক'দিন আগেও কে ভেবেছে! ৯৯.৫ ভাগ ভোট গণনা শেষে দেখা গেছে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন৷ জোটভুক্ত সব দলের জেতা মোট আসনের সংখ্যা ৬০৷ অন্যদিকে সাংবাদিক থেকে রাজনীতিবিদ হওয়া ইয়াইর লাপিদের দল ইয়েশ আতিদ পেয়েছে ১৭টি আসন৷ লিকুদ ছাড়া এত আসন আর কোনো দল পায়নি৷ ইসরায়েলের রাজনীতিতে নাম লেখানোর বছর খানেকের মধ্যেই ইয়েশ আতিদের এভাবে উঠে আসা সত্যিই বিস্ময়কর৷ এ দলের নেতৃত্বে গড়া মধ্যপন্থি এবং বামপন্থি দলগুলোর জোটেরও সব মিলিয়ে ৬০ টি আসন পেয়ে যাওয়া নেতানিয়াহুকে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে৷

Israel's Prime Minister Benjamin Netanyahu (R) shakes hands with a supporter at the Likud-Yisrael Beitenu headquarters in Tel Aviv January 23, 2013. Hawkish Prime Minister Netanyahu emerged the bruised winner of Israel's election on Tuesday, claiming victory despite unexpected losses to resurgent centre-left challengers. REUTERS/Nir Elias (ISRAEL - Tags: POLITICS ELECTIONS TPX IMAGES OF THE DAY)
বেনইয়ামিন নেতানিয়াহুছবি: Reuters

নেতানিয়াহু অবশ্য বিষয়টাকে ওভাবে দেখছেন না৷ আবার সরকার গঠনের সম্ভাবনা তাঁর দলের পুরোমাত্রায়ই আছে – এটা তাঁর স্বস্তি৷ আপাতত জোট সরকার গঠনের কথাই ভাবতে হচ্ছে তাঁকে৷ তাই এক ভাষণে নির্বাচনে সোৎসাহে অংশ নেয়ার জন্য ইসরায়েলের জনগণকে ধন্যবাদ জানানোর পরই তিনি ইয়েশ আতিদের নেতা ইয়াইর লাপিদের উদ্দেশে বলেছেন, ‘‘আমাদের সামনে এখন ইসরায়েলের জন্য অসাধারণ কিছু করার সুযোগ৷ নির্বাচনী প্রচারণা আমাদের জন্য এখন অতীত, আমরা এখন ইসরায়েলের লাভ হবে এমন সব কাজে মন দিতে পারি৷'' এ সময় তিনি শক্তিশালী জোট সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান৷ জবাবে ইয়াইর লাপিদ বলেছেন, ‘‘আমি সম্ভাব্য সবচেয়ে বড় জোট সরকার গঠনে আমাকে সহায়তা করার জন্য সব রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাচ্ছি৷ বাম এবং ডানপন্থীরা এক সঙ্গে কাজ করলে পরিবর্তন আনা সম্ভব৷ ''

ইয়াইর আতিদ রাজনীতিতে নামার আগে ছিলেন সাংবাদিক এবং জনপ্রিয় সংবাদ সঞ্চালক৷ বাবার পথ ধরে রাজনীতিতে এসেই তিনি তোলেন দেশের মধ্যবিত্তদের জীবন যাপনের মান উন্নয়নের দাবি৷ দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এ পরিবর্তনও হবে এ আশা থেকেই তেল আভিভে মিছিলে নেমে পড়েছে ইয়েশ আতিদের কর্মী-সমর্থকরা৷ ‘‘আমরা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা পরিবর্তন আনতে যাচ্ছি'' স্লোগানে তাঁরা মুখরিত করে তোলেন রাজপথ৷ ‘‘ইয়েশ আতিদ, ইয়েশ আতিদ'' বলেও স্লোগান দিচ্ছিলেন তাঁরা৷ হিব্রু ভাষায় ইয়েশ আতিদের মানে ‘‘ভবিষ্যৎ আছে৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য