1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে সুইডিশ-ইরানিয়ান নাগরিকের ফাঁসি

৬ মে ২০২৩

বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব ও বোমা হামলার দায়ে হাবিব চাব নামে এক ব্যক্তির ফাঁসির ফাঁসি কার্যকর করেছে ইরান৷ তার সুইডেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে৷ মৃত্যুদণ্ড কার্যকরকে ‘অমানবিক' অভিহিত করে নিন্দা জানিয়েছে সুইডেন৷

https://p.dw.com/p/4QzIG
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷ছবি: Allison Bailey/NurPhoto/picture alliance

শনিবার সুইডিশ-ইরানি নাগরিক হাবিব ফারাজুল্লাহ চাবের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷ ২০১৮ সালে খুজেস্তান প্রদেশে একটি সামরিক কুচকাওয়াজে হামলায় বহু মানুষের মৃত্যুর দায়ে তার প্রাণ কেড়ে নেয়ার শাস্তি দেয় আদালত৷ 

ইরানের বিচার বিভাগ বিষয়ক সংবাদ মাধ্যম মিজান অনলাইন লিখেছে, ‘‘শনিবার সকালে হরকাত আল-নিদাল সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হাবিব চাব ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷''

২০২০ সালে সুইডেন থেকে তুরস্ক আসার সময়ে ইরানের বাহিনী তাকে আটক করে এবং তেহরানে নিয়ে আসে৷ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা কখনও প্রকাশ করেনি৷

ইরানে আহভাজের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরব স্ট্রাগল মুভমেন্টের নেতৃত্ব দেয়ার অভিযোগে ২০২২ সালে তার বিচার শুরু হয়৷ একাধিক ‘বোমা হামলা ও সন্ত্রাসী অভিযানের' অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে৷ ইরানের আহভাজ অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে দেশটির সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে৷ যে কারণে দক্ষিণ পশ্চিমের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়  আরব স্ট্রাগল মুভমেন্ট৷

গত বছরের ডিসেম্বরে হবিব চাবকে ফাঁসির দণ্ড দেয়া হয়৷ তার মৃত্যুদণ্ড কার্যকরকে অমানবিক উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সুইডেন৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী টবিয়াস বিলসট্রোম টুইটে লিখেছেন, ‘‘এই মৃত্যুদণ্ড একটি অমানবিক এবং অসংশোধনযোগ্য শাস্তি ৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে সুইডেন যেকোন পরিস্থিতিতে এই (মৃত্যুদণ্ড) কার্যকরের নিন্দা জানায়৷''

ইরানের সঙ্গে গত কয়েক বছর ধরে সুইডেনের সম্পর্কের টানাপোড়েন চলছে৷ ১৯৮৮ সালের রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে যুক্ত থাকার দায়ে  ২০২২ সালে সুইডেন ইরানের সাবেক এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷

এফএস/আরআর (রয়টার্স, এপি, এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান