1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে শাহ চেরাগে আবার হামলা, মৃত এক

১৪ আগস্ট ২০২৩

দক্ষিণ ইরানের সিরাজ শহরে শাহ চেরাগ দরগায় আবার জঙ্গি হামলা। মৃত এক, আহত আট।

https://p.dw.com/p/4V7fv
গত অক্টোবরেও এখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল।
ইরানে শাহ চেরাগে বন্দুকধারীর তাণ্ডবে চারজনের মৃত্যু হয়েছে। ছবি: Can Yalcin/Pond5 Images/IMAGO

গত অক্টোবরে এই শিয়া দরগায় জঙ্গি হামলায় ১৩ জন মারা গেছিলেন। তখন আইএস এই হামলার দায় স্বীকার করেছিল। এক বছরের মধ্যেই সেখানে আবার হামলা হলো।

সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, এবার এক বন্দুকধারী দরগার বাইরে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এর ফলে একজন মারা গেছেন। চারজন আহত হন। তারপর তাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই ঘটনা ঘটেছে।

আধা সরকারি সংবাদসংস্থা ফারস বলছে, বন্দুকধারী বাব-আল-মহদি গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী তাকে বাধা দেয়। তারপরই সে গুলি চালাতে শুরু করে। 

ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কম্যান্ডার ইয়াদোল্লাহ বউয়ালি জানিয়েছেন, দরগার দক্ষিণ দিকের গেট দিয়ে আক্রমণকারী ঢোকার চেষ্টা করেছিল। তার হাতে ছিল রাইফেল এবং চারটি ম্যাগাজিন, তাতে ২৪০টি বুলেট ছিল। তারমধ্যে সে কিছু বুলেট ব্যবহার করতে পেরেছিল। তারপরই তাকে ধরে ফেলা সম্ভব হয়।

নির্বিচারে গুলি চালানোর সাক্ষ্য বহন করছে এই জানলার কাচ।
দেওয়ালে, কাচে বন্দুকধারীর গুলির চিহ্ন। ছবি: Fars

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করছেন। দোকানপাট বন্ধ করা হচ্ছে। দেওয়ালে, জানালার কাচে গুলি লেগেছে। মেঝেয় রক্তের দাগ।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই আক্রমণের দায় নেয়নি।

২০২২ সালের ২৬ অক্টোবর এই দরগায় হামলা হয়েছিল। তখন আক্রমণকারীর গুলিতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। ৪০ জন আহত হয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে আক্রমণকারী মারা যায়। তারপর আইএস আইএল(আইএসআইএস)এই আক্রমণের দায় স্বীকার করেছিল।

গত মাসে অক্টোবর হামলার সঙ্গে যুক্ত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তারপরেই এই হামলা হলো।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, আল জাজিরা)