1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত

১ ডিসেম্বর ২০০৯

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে এবার দেখা যাবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়৷ ভারতের খ্যাতিমান এই রাজনীতিবিদের জীবন নিয়ে দুই পর্বের চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা শাহ৷

https://p.dw.com/p/KmYa
মাধুরী দীক্ষিতছবি: AP

শাহ এর দেয়া তথ্য অনুযায়ী, ‘মাদার: দ্য ইন্দিরা গান্ধী' ছবিটির একটি অংশে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে৷ ছবিতে রানি দ্বিতীয় এলিজাবেথ এর ভূমিকায় অভিনয়ের জন্য অস্কার জয়ী অভিনেত্রী হেলেন মিরেনকে রাজি করানোর চেষ্টা চলছে বলে খবরে প্রকাশ৷ একই সঙ্গে দুই মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ও রিচার্ড নিক্সনের চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষায় আছেন হলিউড তারকা টম হ্যাংক্স আর টমি লি জোনস৷

ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে আরো থাকবেন ব্রিটিশ অভিনেত্রী এমিলি ওয়াটসন৷ মার্গারেট থ্যাচার এর চরিত্রে দেখা যাবে তাঁকে৷

হলিউড এবং বলিউডের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির বাজেট প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড৷ আগামী এপ্রিলে ভারতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা কৃষ্ণা শাহ৷ তবে ভারত ছাড়াও যুক্তরাজ্য, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ছবিটির শুটিং হবে৷

ইন্দিরা গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে কৃষ্ণা শাহ বলেন, আমি গত ২০ বছর ধরে এই ছবির কাহিনীর উপর কাজ করছি৷ এবং এটি এমন একটি কাহিনী যা অবশ্যই বলা প্রয়োজন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক