1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনস্টাগ্রাম বনাম বাস্তবতা - বার্সেলোনা

২৩ আগস্ট ২০২৪

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা৷ ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি৷ ইনস্টাগ্রাম খুললে সাগ্রাদা ফামিলিয়া গির্জা, পার্ক গুয়েলের ছবির দেখা পাওয়া যায়৷ কিন্তু এগুলো বাস্তবে দেখতে কেমন?

https://p.dw.com/p/4jpEb
Spanien Barcelona | Sagrada Familia
ছবি: Global Travel Images/picture alliance

এই প্রশ্নের উত্তর খুঁজতে ডিডাব্লিউ টিম তিনটি স্থান ঘুরে দেখেছে৷ প্রথমটি ছিল সাগ্রাদা ফামিলিয়া গির্জা- পর্যটকদের কাছে অন্যতম প্রিয় এই গির্জার ছবি ইনস্টাগ্রামে দারুণ দেখায়!

বাস্তবে সেখানে গেলে এত ভিড় থাকে যে, সুন্দর ছবি তোলাই কঠিন৷

টুর গাইড ফেলিপে সপ্তাহে কয়েকবার পর্যটকদের এই গির্জা ঘুরিয়ে দেখান৷ মানুষের জীবনে এই গির্জার প্রভাব তিনি কাছ থেকে দেখেছেন৷ তিনি বলেন, ‘‘আমি মানুষকে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি৷ ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আসার স্বপ্ন দেখা মানুষও আমি দেখেছি৷ যেসব মানুষ যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, ছোটবেলায় যাদের সাগ্রাদা ফামিলিয়ার গল্প শোনানো হয়েছে, তাদের অনেকে বয়স ৮০ বা তার বেশি হওয়ার পর এখানে আসতে পেরেছেন৷ অর্থাৎ এটা তাদের জীবনের স্বপ্ন ছিল৷ তাই বলতে হয়, হ্যাঁ, এটা খুব আবেগের একটা জায়গা৷''

সাগ্রাদা ফামিলিয়া বিশ্বের অন্যতম দর্শনীয় নির্মাণস্থল, যেখানে এখনও কাজ চলছে৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ১৮৮২ সাল থেকে এখানে কাজ চলছে! ২০২৬ সালে যখন এর নির্মাণকাজ শেষ হবে তখন এটি বিশ্বের অন্যতম উঁচু গির্জা হবে৷

বার্সেলোনা কতটা সুন্দর?

ধর্মীয় প্রতীক ও অর্গানিক আকার থেকে অনুপ্রেরণা নিয়ে নকশা করা হয়েছে৷ কাতালুনিয়ার স্থপতি অ্যান্টোনি গাউডি এর নকশা করেছেন৷

গির্জার ভেতরটি অনেক সুন্দর৷ তবে সেজন্য অনলাইনে আগেই টিকিট কেটে রাখতে হবে যেন অনেকক্ষণ অপেক্ষায় থাকতে না হয়৷

ডিডাব্লিউ টিমের সিদ্ধান্ত: ছবিতে দেখতে যেমন লাগে গির্জাটি তার চেয়েও দারুণ!

এবার দ্বিতীয় গন্তব্য বার্সেলোনার বিখ্যাত ফুটপাথ লা রাম্বলা-- বা ‘লাস রাম্বলাস'৷

ডিডাব্লিউ টিমের প্রথম অনুভূতি? অনেক নির্মাণকাজ চলছে! পূর্বপ্রান্তেক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য যেখানে আছে সেদিক থেকে রাস্তাটি দেখতে খুব বেশি সুন্দর লাগছে না৷

লা রাম্বলা প্রায় ১.২ কিলোমিটার দীর্ঘ৷ এটি বার্সেলোনার পুরনো অংশে অবস্থিত৷ রাস্তার প্রতিটি অংশের আলাদা বৈশিষ্ট্য আছে৷

লা রাম্বলার মাঝে অবস্থিত লা বুকেরিয়া মার্কেটে অবশ্যই যাওয়া উচিত৷ এটি বার্সেলোনার সবচেয়ে বড় বাজার৷ দুশোর বেশি স্টল আছে৷ সীফুড থেকে শুরু করে স্থানীয় মজাদার খাবার- সবই সেখানে পাওয়া যায়৷ সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে৷

ডিডাব্লিউ টিমের পরামর্শ: মূল রাস্তা থেকে ডানে বা বামে ঘুরে অপেক্ষাকৃত মানুষ কম থাকা রাস্তাগুলোয় ঢুকে পড়ুন৷ সেখানেও সুন্দর স্থাপত্য দেখা যাবে৷

পরের গন্তব্য পার্ক গুয়েল৷ ইনস্টাগ্রামের জন্য ছবি ও সেলফি তোলার হটস্পট এটি৷

ফ্রেমে অন্য মানুষ না রেখে সেখানে ছবি তোলা প্রায় অসম্ভব, অন্তত দিনের মাঝামাঝি সময়!

পার্কের অন্যতম ব্যস্ত এলাকা মোজাইক করা এই বেঞ্চ যেখান থেকে শহরের দারুণ দৃশ্য দেখা যায়৷

গ্যোনা কেটেলস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান