1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো অঞ্চলের সাথে সেতুবন্ধন গড়ার ঘোষণা ডেনমার্কের

২ জানুয়ারি ২০১২

২০১২ সালের প্রথম দিনে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বের দায়িত্ব এসে পড়লো ডেনমার্কের উপর৷ ইউরো সংকট নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ইউরো চালু নেই এমন দেশের উপর সভাপতিত্বের ভার পড়ায় ডেনমার্কের ভূমিকার দিকে তীক্ষ্ণ নজর বিশ্লেষকদের৷

https://p.dw.com/p/13cjh
২০১২ সালের প্রথম দিনে ইইউ’র দায়িত্ব এসে পড়েছে ডেনমার্কের উপরছবি: cc-by-sa-Erik Christensen

১৯৭৩ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ডেনমার্ক৷ কিন্তু প্রায় ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখনও ইউরো মুদ্রা চালু হয়নি৷ বরং সেখানে চালু আছে তাদের ঐতিহ্যবাহী ড্যানিশ ক্রোনে৷ এ পর্যন্ত দুই দফা ভোটাভুটি হয়েছে ক্রোনের পরিবর্তে ইউরো চালু করা হবে কিনা - সেই বিষয়ে৷ কিন্তু ভোটের ফলাফল নেতিবাচক৷ ফলে ইইউ চুক্তির আওতায় ইউরো চালু করতে বাধ্য নয় এমন যে দু'টি দেশ ইইউ'র সদস্য তার একটি ডেনমার্ক আর অপরটি যুক্তরাজ্য৷

সম্প্রতি ডান্সক ব্যাংক এর এক সমীক্ষায়ও দেখা গেছে ইউরো চালুর ব্যাপারে ড্যানিশদের ঘোর বিরোধিতার চিত্র৷ এখনও ইউরো চালুর বিপক্ষে মত ৭১ শতাংশ ড্যানিশ নাগরিকের৷ ডান্সক ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ স্টেন বোসিয়ান জার্মান বার্তা সংস্থা ডিপিএ'কে বলেন, ‘‘চলমান ঋণ সংকটের কারণেই মানুষের এমন মত৷ এছাড়া ডেনমার্ক এখন সুদের হার জার্মানির চেয়েও কম রাখতে সক্ষম৷''

10. Jahrestag Einführung des Euro als Bargeld
তবে ডেনমার্কে ইউরো চালু নেইছবি: picture-alliance/dpa

এদিকে, সম্প্রতি ইউরো সংকট মোকাবিলায় ইউরো অঞ্চলের দেশগুলো ভবিষ্যতের জন্য আরো কড়া শর্তযুক্ত একটি নতুন অর্থকাঠামো চুক্তি সম্পাদনের উদ্যোগ নিয়েছে৷ কিন্তু এই চুক্তি নিয়ে আলোচনার সময় ব্রাসেলস বৈঠকে সরাসরি এ প্রস্তাবের বিপক্ষে অবস্থানের কথা জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য৷ অবশ্য ইউরো চালু নেই এমন ইউরোপীয় দেশগুলো শর্তসাপেক্ষে এই চুক্তির সাথে থাকার ঘোষণা দেয়৷ তাদের সাথে ডেনমার্কও জানিয়ে দেয় যে, সংসদে অনুমোদন পেলে তারা এটির আওতায় থাকবে৷

কূটনীতিকরা অবশ্য বলছেন যে, ডেনমার্কে ইউরো মুদ্রা চালু না থাকলেও তাদের অর্থনীতি ইউরো মুদ্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ ব্রাসেলসের এক কূটনীতিক তাই বলেন, ইউরোর প্রভাব থেকে ‘সম্পূর্ণ স্বাধীন' হওয়ার মতো ‘মোহ তাদের নেই'৷ বরং ইউরো অঞ্চলের দেশগুলোর সাথে ইউরো মুদ্রা চালু নেই এমন দেশগুলোর একটি সেতুবন্ধন স্থাপন করতে চেষ্টা করবে ডেনমার্ক বলে উল্লেখ করেন ডেনমার্কের ইইউ বিষয়ক মন্ত্রী নিকোলাই ভামেন৷ দেশটির প্রধানমন্ত্রী হেলে থরনিং শ্মিটও প্রায় একই সুরে বলেছেন যে, তাঁর দেশ এই কঠিন সময়ে ইউরোপীয় ইউনিয়নকে আরো শক্তিশালী করতে প্রচেষ্টা চালাবে৷ ডেনমার্কের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘‘আমরা অবশ্যই আস্থা, নিরাপত্তা এবং আশা জাগাতে কাজ করবো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য