1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধইউরোপ

ইউরোপে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান, আটক ৫৯

৭ ফেব্রুয়ারি ২০২৪

এই মাদক-পাচারকারীরা কাজ চালাত মূলত আলবানিয়া ও ইটালি থেকে। তবে অভিযুক্তদের বিভিন্ন দেশ থেকে ধরা হয়েছে।

https://p.dw.com/p/4c7GV
স্পেনের মাদ্রিদে উদ্ধার করা কোকেন।
২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে পুলিশ ১১ টন কোকেন উদ্ধার করে। ছবি: Marta Fernandez Jara/Europa Press/ABACAPRESS.COM/picture alliance

ইউরোপের বিচারবিভাগীয় এজেন্সি ইউরোজাস্ট জানিয়েছে, এই মাদক পাচারকারীদের নেটওয়ার্ক হেরোইন, কোকেন, হাশিস, মারিজুয়ানা পাচার করত। তারা সাধারণত গড়ির গোপন চেম্বারে করে মাদক নিয়ে যেত।

অভিযুক্তদের আলবানিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোম ও মহ্গলবার এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলে। ইটলিতে আরো ১০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্তা নেয়া হয়েছে।

তদন্ত শুরু ২০১৯-এ

এই মাদকপাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরেন্সে ইউরোজাস্ট ও ইউরোপোলের অফিস তদন্ত শুরু করে। তাদের সাহায্য করে পুলিশ কর্মীরা। গোটা ইউরোপজুড়ে তারা মাদকপাচারকারীদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা ভাঙতে তৎপর হয়।

২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে ১১ টন কোকেন উদ্ধার করা হয়। সেই সময় তল্লাশি চালিয়ে ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মাদকপাচার রোধে নতুন বন্দর জোট ইউরোপে

স্পেনের পুলিশ সেই সময় জানিয়েছিল, মূলত আলবানিয়ার পাচারকারীরা ওই কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিল। তারাই ইউরোপ ও দক্ষিণ অ্যামেরিকায় মাদক পাচারের কাজটা করে।

জিএইত/এসজি(এএফপি, ডিপিএ)