1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন যুদ্ধ জার্মানদের উদ্বেগ বাড়াচ্ছে

২২ মার্চ ২০২২

ইউরোপে আবার ফিরেছে যুদ্ধ, তাই ভবিষ্যৎ নিয়ে অনেকের শঙ্কা ক্রমশ বাড়ছে৷ ইতোমধ্যে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি শুরু করেছে জার্মানি৷

https://p.dw.com/p/48qiq
ছবি: Marc John/IMAGO

জার্মানিতে অনেকের মধ্যে সংকটের আশঙ্কা ক্রমশ বাড়ছে৷ সুপারমার্কেটে তেল, পাস্তা আর ময়দার মতো ভোজ্যপণ্যের তাকগুলো ইতোমধ্যে খালি হয়ে গেছে৷ পরিস্থিতি অনেকটা করোনা সংক্রমণের শুরুর দিকের মতো৷ তখন টয়লেট পেপারের সংকট সৃষ্টি হয়েছিল, এখন সূর্যমুখী তেলের৷

জার্মানিতে তেলের বীজ প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওভিড জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বা মাসে সংঘাতময় অঞ্চল থেকে সূর্যমুখী, শণ এবং সয়া আসতে বিঘ্ন ঘটতে পারে৷ জার্মানি এসবের চাহিদার ৯৪ শতাংশই আমদানি করে৷

গত ২৮ ফেব্রুয়ারি এক জরিপে অংশ নেয়া এক হাজার জার্মানের মধ্যে ৬৯ শতাংশই মনে করেন, ন্যাটো এবং তার ফলশ্রুতিতে জার্মানির সামরিক বাহিনীকে ইউক্রেন যুদ্ধে জড়ানো হতে পারে৷ আরেক জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ মানুষই ধারণা করছেন যে, যুদ্ধের প্রভাব জার্মানির উপরেও পড়বে৷ জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ মানুষ মনে করেন, ইউরোপের কেন্দ্রের দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে৷

 Symbolbild I Hamsterkauf Rapsöl
সুপারমার্কেটে তেল, পাস্তা আর ময়দার মতো ভোজ্যপণ্যের তাকগুলো ইতোমধ্যে খালি হয়ে গেছেছবি: MiS/IMAGO

শঙ্কা কমাতে ফোনালাপ

যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন জার্মানরা একটি নম্বরে ফোন করে কাউন্সেলিংয়ে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন৷ কোলনের ফোন কাউন্সেলিং সার্ভিসের ক্রিস্টিনে জাজাকভস্কি ডয়চে ভেলেকে বলেন, ‘‘যুদ্ধ নিয়ে খোঁজখবর নেয়ার হার খুবই বাড়ছে৷ প্রতি পাঁচটি কলের একটি যুদ্ধ সম্পর্কিত৷ অনেকের ভয় হচ্ছে যে, এই সংঘাত সীমান্ত অতিক্রম করে জার্মানিতেও পৌঁছে যাবে৷’’

তিনি বলেন, ‘‘অনেক মানুষ আশঙ্কা করছেন তাদের পরিবারের সদস্য এবং বন্ধুরা মারা যেতে পারেন৷ তাদের নিজেদের বাড়িতে বোমা পড়তে পারে, যেমনটা তারা গণমাধ্যমাধ্যমে ইউক্রেনে দেখছেন৷’’

টেলিফোন কাউন্সিলর জাজাকভস্কি মনে করেন, মানুষ যে কল করে তাদের উদ্বেগ এবং ভয়ঙ্করতম কল্পনার কথা জানাচ্ছেন, তা এক দিক থেকে ইতিবাচক ব্যাপার৷

যুদ্ধমুক্ত এবং শান্তিপূর্ণ ইউরোপে বড় হওয়া তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে ক্রমশ শঙ্কার মধ্যে পড়ছেন৷ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা দেখা প্রজন্মের মাঝে তাদের অন্তরের ভেতর গেঁথে থাকা ভয়, আতঙ্ক আবার ফিরে আসছে৷

ইভাংগেলিশে কিরশেনক্রাইস ন্যয়েকোলন নামের একটি খ্রিষ্টধর্মীয় সংগঠনের টোমাস ডে ভাখরয় বলেন, ‘‘এই প্রজন্ম শান্তিপূর্ণ সময়ে যুদ্ধের স্মৃতি ভুলে ছিল, কিন্তু এখন তা আবার উঁকিঝুঁকি মারতে শুরু করেছে৷’’

তার সংগঠন হাউস ব্রিৎস নামের একটি স্থাপনার দায়িত্বে রয়েছে, যেখানে অনেক বয়োজ্যেষ্ঠ জার্মান বসবাস করেন৷ ডে ভাখরয় বলেন, ‘‘তারা এই ভাবনা থেকে অত্যন্ত ভয় পাচ্ছেন যে, একসময় রেড লাইন ক্রস হয়ে যাবে এবং ন্যাটো হস্তক্ষেপ করবে৷ তখন সবকিছু আরো খারাপ হয়ে যাবে৷ আমিও এখন বিষয়টি এভাবেই ভাবছি৷’’

তবে বয়োজ্যেষ্ঠরা নিজেদের চেয়ে তাদের সন্তান এবং নাতি-নাতনীর ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন বলে মনে করেন ডে ভাখরয়৷ কেননা, এই প্রজন্ম যে অতীত পার করে এসেছেন, তা নতুন প্রজন্ম করতে পারবে না বলেই আশঙ্কা তাদের৷

নানা প্রস্তুতি

সম্ভাব্য যুদ্ধ এবং পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে নানা রকম প্রস্তুতিও শুরু করেছেন জার্মানরা৷ ইন্টারনেটে অনেকেই তাদের জরুরি পরিস্থিতির জন্য গোছানো ব্যাগের ছবি প্রকাশ করেছেন৷ কেউ কেউ তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে আয়োডিন ট্যাবলেট কিনছেন, কেউ বা জরুরি অবস্থার জন্য পাওয়ার জেনারেটর কিনে রাখছেন৷ অনেকে জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে কী কী করতে হবে তা নিয়ে ইউটিউবে ভিডিও প্রকাশ করছেন৷

Deutschland | BSSD | Bunker Schutzraum Systeme Deutschland
অনেকেই স্টিলের এমন বিশেষ রুমের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন যেখানে জরুরি পরিস্থিতিতে থাকা যায়ছবি: BSSD

আর ভয় ব্যবসার জন্য ভালো৷ বার্লিনকেন্দ্রিক ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা বিএসএসডি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে আগে সাধারণত দিনে একশ থেকে তিনশ ক্লিক পড়তো৷ এখন তা বেড়ে দশ হাজারে পৌঁছেছে৷ অনেকেই স্টিলের এক ধরনের বিশেষ রুমের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন, যেখানে জরুরি পরিস্থিতিতে থাকা যায়৷ বাড়ির নীচের তলায় বা গ্যারেজে রাখা যায় এই রুম৷ এগুলোর দাম কয়েক লাখ ইউরো পর্যন্ত হতে পারে৷

এদিকে, এই শঙ্কাও রয়েছে যে, ক্রেমলিন সাইবার হামলা চালিয়ে জার্মানির জ্বালানি এবং পানি সরবরাহ ব্যবস্থা ধসিয়ে দিতে পারে৷ খোদ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারও এমন আশঙ্কা করেছেন৷ তবে এই ধরনের পরিস্থিতি এড়ানোর উদ্যোগও নেয়া হচ্ছে৷

রাল্ফ ব্যোসেন/এআই