ইউক্রেনের জন্য আরো অস্ত্র পাঠাবে ইইউ
২ ফেব্রুয়ারি ২০২৪বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের শুরুতেই হাঙ্গেরি আপত্তি তুলে নেওয়ায় ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্যের পথে বাধা দূর হয়েছে৷ এবার ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলেই যত দ্রুত সম্ভব সে দেশকে অর্থ দেওয়া যাবে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সেই সিদ্ধান্তের পর স্বস্তি প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট সংকেত পাঠাচ্ছে৷ রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, ক্রেমলিনের যাবতীয় প্রচেষ্টা বানচাল করে ইউরোপ যে ইউক্রেনের পাশে থাকছে, তা স্পষ্ট হয়ে গেল৷ অন্যদিকে অ্যাটলান্টিকের অপর প্রান্তেও একটা স্পষ্ট বার্তা চলে গেল৷ ইউরোপ তার নিরাপত্তার দায়িত্ব পালন করছে৷ জেলেনস্কি বলেন, ইউক্রেন এবার অ্যামেরিকার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে৷ উল্লেখ্য, মার্কিন কংগ্রসে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য অ্যামেরিকার সহায়তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷
প্রায় দুই বছর ধরে রাশিয়ার একটানা হামলার মুখে অর্থনীতি ও সরকারি বাজেটের বেহাল অবস্থা সামাল দিতে ইউক্রেন বিদেশ থেকে সাহায্যের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে৷ ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি সেই হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭,৩৬০ কোটি ডলার অংকের আন্তর্জাতিক আর্থিক সহায়তা পেয়েছে৷ এর মধ্যে ইইউ ২,৭৫০ কোটি ইউরো দিয়েছে৷ চলতি বছরের বাজেট ঘাটতি মেটাতে ইউক্রেন অ্যামেরিকা থেকে প্রায় ৩,৭০০ কোটি ডলার অংকের সহায়তার জন্য অপেক্ষা করছে৷ ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইয়ুলিয়া স্ভিরিডেংকো সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন৷
আর্থিক সহায়তার পাশাপাশি রাশিয়ার হামলার মোকাবিলা করতে অস্ত্র ও গোলাবারুদের জন্যও ইউক্রেন আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল৷ ইদানীং সেই সরবরাহ কমে যাওয়ায় সে দেশ কঠিন সমস্যার মুখে পড়েছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইইউ দেশগুলি থেকে আরো অস্ত্র সরবরাহের উদ্যোগ নিচ্ছেন৷ বৃহস্পতিবার তিনি বলেন, ইতিবাচক সাড়া পেয়ে তিনি সন্তুষ্ট৷ তবে তাঁর মতে, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চলতি বছরের প্রথম দিকেই এই উপলব্ধিতে আসতে হবে, যে সে দেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কতটা জরুরি৷ ইউরোপীয় ইউনিয়ন থেকে সেই বার্তাই পাঠানো হচ্ছে৷ উল্লেখ্য, অ্যামেরিকার পরেই জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে৷ শুধু চলতি বছরেই ৭০০ কোটি ইউরোও বেশি অংকের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শলৎস মনে করেন, ইউক্রেনের জন্য ইউরোপের সামরিক সহায়তা ওয়াশিংটনের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে৷ সে ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে কংগ্রেসের সম্মতি আদায় করতে সুবিধা হবে৷
জার্মান চ্যান্সেলর ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে ইইউ-র অন্যান্য দেশের সতর্ক মনোভাব সম্পর্কে অভিযোগ করেছিলেন৷ বিশেষ করে ফ্রান্স, ইটালি ও স্পেনের ভূমিকা নিয়ে তিনি অসন্তুষ্ট৷ এবারের ইইউ শীর্ষ সম্মেলনে সেই মনোভাবে কিছু পরিবর্তনের আশা করা হচ্ছে৷ ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, চলতি বছরে ইউক্রেন ইইউ থেকে ২,১০০ কোটি ইউরো মূল্যের সামরিক সহায়তার আশা করতে পারে৷ তাঁর মতে, এখনো পর্যন্ত তিনি যে সব দেশের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার পেয়েছেন, তার ভিত্তিতে তিনি এমন পূর্বাভাস দিচ্ছেন৷ তবে কোন কোন দেশ এখনো এ বিষয়ে মনস্থির করে নি, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি৷
এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)