ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল
ইংল্যান্ডের ক্রিকেট টিমও পাকিস্তান সফরে যাবে না। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বোর্ড এই সফর বাতিল করেছে। এর আগে একই কারণে নিউজিল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করেছিল।
পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত
রাওয়ালপিন্ডিতে খেলতে দেখা যাবে না জো রুট, বেয়ারস্টোদের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের পাকিস্তান সফর বাতিল করেছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে বোর্ড জানিয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের পুরুয ও মেয়েদের ক্রিকেট টিমের পাকিস্তান সফর করার কথা ছিল। উপরের ছবিটি জো রুটের।
নিউজিল্যান্ডের পর
এর আগে নিউজিল্যান্ডও নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করে। গত শুক্রবার ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড বোর্ড জানিয়ে দেয়, নিরাপত্তার কারণে তারা সফর বাতিল করছে। নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে বোর্ডকে বলা হয়েছিল, স্টেডিয়ামের বাইরে ক্রিকেটাররা আক্রান্ত হতে পারেন। ছবিতে পাক সুপার লিগে স্টেডিয়ামের বাইরে পুলিশ প্রহরা।
ইংল্যান্ড বোর্ডের বক্তব্য
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ''ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেটা দেখাই তাদের প্রাথমিক কাজ। করোনাকালে সেটাই সবচেয়ে বেশি করে দেখা হচ্ছে। এখন ওই অঞ্চলে যাওয়া নিয়ে চিন্তা রয়েছে। গেলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের উপর চাপ বাড়ত।''
শেষ সফর ২০০৫-এ
ইংল্যান্ড ক্রিকেট দল ২০০৫ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল। এবারের সফরে তাদের তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে পাকিস্তান এর মধ্যে ইংল্যান্ড সফর গিয়েছে। উপরের ছবিটি ২০২০ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচের।
২০০৯-এর পর থেকে
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের বাসের উপর আক্রমণ চালায় সন্ত্রাসবাদীরা। তারপর থেকে সব দলের পাকিস্তান সফর বন্ধ ছিল। বেশ কয়েক বছর পর আবার বিদেশি টিমের সফর শুরু হয়। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সিদ্ধান্তে তা ধাক্কা খেল।
হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-র প্রধান রামিজ রাজা বলেছেন, ''ইংল্যান্ড বোর্ডের সিদ্ধান্তে তিনি হতাশ। যখন সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তারা সফর বাতিল করল।'' তিনি বলেছেন, ''পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বসেরা হয়ে দেখাতে হবে, যাতে বাকি সব দল কোনো অজুহাত না দেখিয়ে পাকিস্তান সফরে আসে।''