1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাম-মিজোরাম নতুন সংকট

৩০ জুলাই ২০২১

কেন্দ্রের হস্তক্ষেপেও কাজ হলো না। আসাম-মিজোরাম সংকট আরো জটিল হলো। আসামের নাগরিকদের মিজোরামে যেতে নিষেধাজ্ঞা।

https://p.dw.com/p/3yIQr
আসাম-মিজোরাম সীমানা
ছবি: PRABHAKAR

আসামের নাগরিকদের জন্য অ্যাডভাইসারি জারি করল রাজ্যের সরকার। সেখানে বলা হয়েছে, রাজ্যের কোনো নাগরিক যেন এখন মিজোরামে না যান। বিভিন্ন কারণে যে সমস্ত আসামের মানুষ মিজোরামে বসবাস করেন, তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুই রাজ্যের মধ্যবর্তী সীমানা কার্যত সিল করে দেওয়া হয়েছে। মিজোরাম থেকে আসামে কোনো গাড়ি ঢুকলে কড়া তল্লাশি চালানো হচ্ছে।

আসাম প্রশাসনের বক্তব্য, মিজোরাম আসামের মাধ্যমে বেআইনি মাদক দেশের ভিতর এবং বিদেশে পাচার করে। সে কারণেই মিজোরাম থেকে আসা সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আসামের বক্তব্য, গত দুই মাসে মিজোরামের নাগরিকদের বিরুদ্ধে ৯১২টি মামলা হয়েছে। সবই মাদক সংক্রান্ত। ১৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিজোরাম যাতে মাদক ব্যবসায় আসামকে আর ব্যবহার করতে না পারে, তার জন্যই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসামের এই নতুন পদক্ষেপ নিয়ে এখনো পর্যন্ত মিজোরাম সরকার কোনো মন্তব্য করেনি। তবে মিজোরামের নাগরিকরা সামাজিক মাধ্যমে সরব হয়েছে। তাদের বক্তব্য, মিজোরামের মানুষকে বিপাকে ফেলতেই এই পদক্ষেপ নিয়েছে আসাম। এর ফলে দুই রাজ্যের মধ্যে শত্রুতা আরো বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

মিজোরাম প্রশাসন আগে অবশ্য জানিয়েছিল, যে ভাবে সীমানা সিল করে দিচ্ছে আসাম, তা অনভিপ্রেত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের পরেও আসাম যে ব্যবহার করছে, তা অনুচিত। মিজোরামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আসামের মুখ্যমন্ত্রী তার বন্ধু। এ বিষয়ে তাদের কথাও হয়েছে। কিন্তু তাতে যে বিশেষ ফল হয়নি, আসামের নতুন নীতিতেই তা স্পষ্ট।

গত সোমবার ভারতের দুই রাজ্য আসাম এবং মিজোরামেরপুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ৬ জন আসাম পুলিশের জওয়ান মারা যান। সীমানার অধিকার নিয়ে দুই রাজ্যের মধ্যে ওই নজিরবিহীন ঘটনা ঘটে। এরপর কেন্দ্র বিষয়টিতে হস্তক্ষেপ করলেও জটিলতা যে এখনো কাটেনি, তা স্পষ্ট।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)