সিরিয়া
৬ আগস্ট ২০১২সরকারপন্থি মিডিয়াতে রবিবার থেকেই আলেপ্পোর ‘‘চূড়ান্ত যুদ্ধের'' কথা শোনা যাচ্ছে৷ বিরোধীরা রবিবার কামানের গোলাবর্ষণ এবং বিমান হানার খবর দেওয়ার পর লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, আলেপ্পোর একটির পর একটি এলাকা ঐ আক্রমণের সম্মুখীন হচ্ছে৷
বিবিসি সামরিক সূত্রে খবর দিয়েছে যে, আলেপ্পোর চারপাশে বিশ হাজারের বেশি সরকারি সৈন্য জড়ো করা হয়েছে৷ সরকারি ট্যাংক আলেপ্পোয় ঢোকার মূল সড়ক বরাবর বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দু'টি এলাকায় ঢোকার চেষ্টা করছে, বলে বিরোধীরা খবর দিয়েছে৷ এক সপ্তাহ ধরে সরকারি সেনাবাহিনী এবং বিদ্রোহীরা শহরটি দখলে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো পক্ষ সফল হয়েছে, এমনটা বলা যাচ্ছে না৷
কামান থেকে গোলাবর্ষণ এবং জঙ্গিজেট থেকে গুলিচালনা সত্ত্বেও তারা শহরের কেন্দ্র অভিমুখে অগ্রসর হচ্ছে, বলে বিদ্রোহীরা দাবি করেছে৷ দক্ষিণ-পশ্চিম আলেপ্পোর সালাহেদ্দিন এলাকা থেকে গোলাবাজি এবং সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে৷ উত্তরের আল-সুক্কারি এবং হানানু এলাকাতেও অনুরূপ যুদ্ধ চলেছে৷
সালাহেদ্দিন এলাকায় একজন বিদ্রোহী অধিনায়কের নিহত হবার খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ সরকারি সেনারা আলেপ্পোর কেন্দ্রে প্যালেস অফ জাস্টিস'এর ওপর গোলা দাগছে, বলে তাদের খবর৷ মার্জে এবং শার এলাকা দু'টির উপরও গোলাবর্ষণ চলেছে৷ সোমবার দুপুর অবধি আলেপ্পোয় অন্তত আট জন বেসামরিক ব্যক্তি নিহত হবার খবর দিয়েছে অবজারভেটরি, সারা দেশে নিহত হয়েছে অন্তত ১৯ জন, যাদের মধ্যে ১৩ জন বেসামরিক ব্যক্তি এবং ছ'জন বিদ্রোহী৷
ওদিকে সোমবার দামেস্কে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ শহরের বিশেষভাবে সুরক্ষিত ওমাইয়াদ এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবনটির তিনতলায় একটি বিস্ফোরণে একাধিক মানুষ আহত হয়েছেন, বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ওমরান আল-জোয়াবি৷ তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি৷ অনুষ্ঠান সম্প্রচারও বন্ধ করা হয়নি৷ সিরিয়ায় সরকারপন্থি মিডিয়ার উপর এ'ধরণের আক্রমণ ইতিপূর্বেও ঘটেছে৷
এছাড়া ইরান ‘‘দৃঢ়ভাবে'' অস্বীকার করেছে যে, দামেস্কে অপহৃত ইরানি তীর্থযাত্রীরা ইরানের বিপ্লবি রক্ষিবাহিনীর সদস্য৷ সিরীয় বিদ্রোহীরা শনিবার দামেস্কে ৪৮ জন ইরানিকে অপহরণ করে এবং পরে রবিবার একটি অনলাইন ভিডিও পোস্ট করে, যা'তে অপহৃত ইরানিদের আইডি ইত্যাদি দেখানো হয়েছে এবং বলা হয়েছে, তারা ইরানের বিপ্লবি রক্ষিবাহিনীর সদস্য৷ প্রসঙ্গত ইরান, কাতার এবং তুরস্কের প্রতি ইরানি পণবন্দিদের মুক্তিদানে সাহায্য করার আবেদন করেছে: উভয় সরকারই সিরীয় বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে৷
এসি / ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, এপি)