1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্সেনালের আশা প্রায় শেষ

২০ ফেব্রুয়ারি ২০১৩

লিগ কাপ গেছে, প্রিমিয়ার লিগ জেতার আশাও শেষ৷ আর্সেনালের জন্য ছিল শুধু চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করে দেখানোর সুযোগ৷ নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারায় সেই আশাও প্রায় শেষ৷

https://p.dw.com/p/17hmf
epa03591222 Lukas Podolski of Arsenal (2nd L) scores the 1-2 against Bayern Munich during the UEFA Champions League match between Arsenal and Bayern Munich at the Emirates Stadium in London, Britain, 19 February 2013. EPA/KERIM OKTEN +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

আসলে ‘প্রায়' না বললেও চলে৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচটায় আর্সেনাল নেমেছিল জেতার আশা নিয়ে৷ শুধু জেতাও নয়, লক্ষ্য ছিল এমন একটা জয় যা দিয়ে ফিরতি ম্যাচ নিয়েও খুব একটা ভাবনা না থাকে৷ ১৩ মার্চ সেই ম্যাচ যে হবে বায়ার্নের মাঠ মিউনিখে৷ সেখান থেকে জয় নিয়ে ফেরা যে কত কঠিন আর্সেনাল তা জানে৷

Munich's team celebrates after Toni Kroos (R) scored the 1-0 during the Champions League round of 16 first leg soccer match between Arsenal FC and FC Bayern Munich at Emirates Stadium in London, England, 19 February 2013. Photo: Andreas Gebert/dpa +++(c) dpa - Bildfunk+++
বায়ার্নের এখন দুর্দান্ত ফর্ম৷ গত ১৮ ম্যাচে হারের মুখ দেখেনি তারাছবি: picture-alliance/dpa

বায়ার্নের এখন দুর্দান্ত ফর্ম৷ গত ১৮ ম্যাচে হারের মুখ দেখেনি তারা৷ সুবাদে জার্মান বুন্ডেসলিগায় বিরাট ব্যবধানে সবার ওপরে৷ চ্যাম্পিয়ন্স লিগটাও খেলছে সেভাবেই৷ এতদিন লন্ডনে একটা জয়ের দেখাও পায়নি৷ কিন্তু এবার এমিরেটস স্টেডিয়ামে সেই জয়ের খরা কাটলো এমনভাবে যে তাতে আগের সব না পাওয়ার স্মৃতি হাওয়া৷ আর্সেনালের মতো দলকে নিজেদের মাঠে গিয়ে ৩-১ গোলে হারানো- এ কি চাট্টিখানি কথা!

ম্যাচে শুরুতে কিন্তু ভালোই খেলেছে আর্সেনাল৷ কিন্তু রক্ষণভাগের একটু ঢিলেমিতে টনি ক্রুস বায়ার্নের হয়ে প্রথম গোল করার পর থেকেই পাল্টে যেতে থাকে ম্যাচের চেহারা৷ ২১ মিনিটের সময় কর্নার থেকে বল পেয়ে ম্যুলার ব্যবধান ২-০ করার পর বেশ কিছুক্ষণ তো এলোমেলো মনে হয়েছে স্বাগতিকদের খেলা৷ অন্যদিকে অতিথিদের মনে হয়েছে সুসংগঠিত৷ ফলে প্রথমার্ধের বাকি সময়ে আর বায়ার্নের জালে একটা শটও নেয়ার সুযোগ পায়নি আর্সেনাল৷

দ্বিতিয়ার্ধে খেলা একটু জমিয়ে দিয়েছিলেন লুকাস পোডলস্কি৷ বায়ার্ন থেকেই আর্সেনালে যাওয়া এই জার্মান ৫৫ মিনিটে গোল করায় ম্যাচে ফেরার আশায় উজ্জীবিত হয়ে উঠেছিল ইংলিশ এই ক্লাবটি৷ কিন্তু ৭৭ মিনিটে মান্দজুকিচ গোল করে বায়ার্নকে ৩-১'এ এগিয়ে দেয়ায় আর ফিরতে পারেনি আর্সেনাল৷

এসিবি/ জেডএইচ (এএফপি, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য