1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপোল্যান্ড

আরো কঠিন সময় আসছে: বাইডেন

২২ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনে কয়েকঘণ্টা কাটিয়ে পোল্যান্ড গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেও তার মুখে শুধু ইউক্রেনের কথা।

https://p.dw.com/p/4NoWG
ছবি: Michal Dyjuk/AP/picture alliance

ওয়ারশ পৌঁছে পোল্য়ান্ডের প্রেসিডেন্ট ডুডার সঙ্গে বৈঠক করলেন বাইডেন। তারপর বললেন, ''প্রায় এক বছর আগে আমি এখানে এসেছিলাম। এক বছর আগে মানুষের প্রশ্ন ছিল, কিয়েভের পতন নিয়ে। কিন্তু আমি কিয়েভ ঘুরে আসছি। আমি আপনাদের জানাচ্ছি, কিয়েভ শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কিয়েভ গর্বিতভাবে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা কিয়েভ স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে।''

 বাইডেন বলেছেন, ''সামনে আরও কঠিন ও তিক্ত দিন আসছে। অ্য়ামেরিকা ও ইউরোপ আগামী দিনেও একইরকমভাবে ইউক্রেনের পাশে থাকবে।''

বাইডেন জানিয়েছেন, ''এক বছর আগে প্রশ্নটা ছিল, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব?  আমরা কি আরো শক্তিশালী হব নাকি দুর্বল? আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারব নাকি ঐক্য থাকবে না ? মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এক বছর পর সবাই জবাব পেয়ে গেছেন।''

বাইডেনের বক্তব্য, ''স্বৈরচারীরা একটাই  শব্দ জানে-- তা হলো না, না এবং না। তুমি আমাদের দেশ নিতে পারবে না, তুমি আমাদের স্বাধীনতা নিতে পারবে না, তুমি আমাদের ভবিষ্য়ৎ নিতে পারবে না। ''

রাশিয়র প্রেসিডেন্ট পুটিনকে বাইডেন বলেছেন, ''পশ্চিমা দেশগুলি রাশিয়া আক্রমণের পরিকল্পনা করছে না। কারণ, রাশিয়ার সাধারণ মানুষ ইউক্রেনের উপর আক্রমণের বিরোধী। তারা সান্তি চায়। তারা কেন আমাদের শত্রু হবে?''

ডুডা জানিয়েছেন, বাইডেনের এই সফর ছিল অত্যাশ্চর্য। তিনি যেভাবে ইউক্রেন ও পোল্য়ান্ডে এসেছেন তা অভাবনীয়।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)