সমাজ-সংস্কৃতিফ্রান্স
ছয় মিটার উঁচু হলো আইফেল টাওয়ার
১৬ মার্চ ২০২২বিজ্ঞাপন
বিশ্ব বিখ্যাত স্থাপনাটির কর্তৃপক্ষ আরো জানায়, বৃহত্তর প্যারিসে ডিজিটাল বেতার সংকেত প্রেরণের জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে৷প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র থেকে রেডিও অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছির একশ বছরেরও বেশি আগে৷ তখন প্রথম ফরাসি অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল এখান থেকে৷
এভাবে উচ্চতা বৃদ্ধিও প্রথম নয়৷ ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল৷ এবার ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার৷
এএস/এসিবি (ডিপিএ)