1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাদের সকলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা জরুরি

১৫ অক্টোবর ২০১৯

আমার সাবেক সহকর্মী রুবাইদ ইফতিখার বলেছিলেন, আমাদের সবার মানসিক সুস্থতা পরীক্ষা করানো উচিত, আর ঠিক কোন মেন্টাল স্টেটে আমরা আছি, তা বুকের কাছে ঝুলিয়ে রাখা উচিত৷

https://p.dw.com/p/3RJZX
তুহিনের ঝুলন্ত লাশছবি: bdnews24.com

জাতীয় পরিচয়পত্রের মতোই তা যেন গুরুত্বপূর্ণ হয় এবং প্রদর্শন বাধ্যতামূলক হয়, রাষ্ট্রের উচিত তা নিশ্চিত করা৷ সাধারণ একজন নাগরিক থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিটিও যেন এই পরীক্ষা করান তার একটি সুস্পষ্ট নিদর্শনও এখন সময়ের দাবি৷

রাজন নামের এক বালককে পেটে বাতাস ঢুকিয়ে মেরে ফেলার পরিপ্রেক্ষিতে একথা বলেছিল রুবাইদ৷ খবরটি পড়তে গিয়ে আমরা কেঁপে উঠছিলাম৷ গাছে ঝুলিয়ে রাখা ক্ষতবিক্ষত তুহিনের লাশ বা আবরারকে পিটিয়ে মারার রাতে কয়েকজন তরুণের ক্লোজ সার্কিট মুখ আমার কানের কাছে চিৎকার করে বলছে, আমরা সবাই ভয়ংকর উন্মাদ, আমাদের চিকিৎসা প্রয়োজন৷

দুয়েকজন মনোবিশ্লেষকের সঙ্গে কথা বলতে চেষ্টা করলাম৷ কয়েকটি শব্দই যেন শুনলাম ঘুরে ফিরে৷ পুরো পৃথিবীতেই অস্থিরতা, জাত্যাভিমান, মনের কথা বলতে না পারা, শৈশবে নিপীড়ন, সমাজে প্রাপ্য মূল্যায়ন না পাওয়ার হতাশা, ক্রোধ আর স্বার্থ নাকি মানুষকে জটিল ভাবলেশহীন আর আত্মকেন্দ্রিক করে তুলছে৷ আমাদের চিত্তশুদ্ধির উপায় জানা নেই, স্বাভাবিক চিন্তার দীক্ষা নেই৷ এই দুনিয়ায় বন্ধুতে আমাদের একঘেয়েমি আসে, আগ্রহ আর উত্তেজনা পাই শুধু শত্রুতে৷ তাই নানা মাত্রা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যুক্তিহীন আক্রোশ সম্বল করে প্রকৃত বা আরোপিত শত্রুর উপর ঝাঁপিয়ে পড়াতেই আমাদের আনন্দ৷ এক্ষেত্রে আমরা ঝাঁপাই যার যা আছে তা নিয়ে, কারো অস্ত্র ফেসবুক-টু্ইটার কেউবা আসেন ছুরি বা ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

আমাদের মানসিক অবস্থাটা যদি আমরা জেনে নিতে পারতাম, আমরা হয়তো সাবধান হতাম, আমাদের থেকেও অন্যরা সাবধান হতে পারতো৷ রবার্ট লুই স্টিভেনসনের ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কথা মনে পড়ে? আমিও হয়তো বাইরে থেকে ড. জেকিলের মতো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু আমার অজান্তেই হয়তো আমার মনে বাস করে মিস্টার হাইডের মতো ভয়ংকর কোনো সত্ত্বা৷ আমাদের চেষ্টা বা অন্তত আশা করা উচিত, হয়তো চিকিৎসায় এ রোগ ভালো হবে, হয়তো লোকে আমার কাছ থেকে সাবধান হতে পারবে৷

দ্বিধাহীনভাবে নিজের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান, আশেপাশের বা পরিচিতদেরও করতে উৎসাহিত করুন৷ মনে রাখবেন আমরা বা আমাদের বাচ্চারা যেমন খুন হয়ে যাচ্ছে, তেমনি আমরাই বা আমাদের বাচ্চারাই একের পর এক ভয়ংকর অপরাধ করে চলেছে৷ মানসিক পরীক্ষা করে জেনে নিন আপনি ঠিক আছেন কিনা, মনে রাখবেন এতে লজ্জার কিছু নেই৷ অসুস্থতা তো অসুস্থতাই, তাই না?

১২ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...